সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১
ঢাকা, ১৩ জুন ২০২১ : জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকশ্যাফটের চলচ্চিত্র উৎসব ‘গ্লিম্পস অব সাউথ এশিয়া’তে আগামী ২৫ জুন প্রদর্শিত হবে বাংলাদেশি প্রামাণ্য চলচ্চিত্র ‘কাসিদা অব ঢাকা’।
চলচ্চিত্রটির পরিচালক অনার্য মুর্শিদ। উৎসবের আয়োজক ফ্যাকশ্যাফট পরিচালককে ই-মেইলে সংবাদটি নিশ্চিত করেন।
২০ মিনিট দৈর্ঘ্যর এই চলচ্চিত্রটি গত বছর ইউটিউবসহ বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম চলচ্চিত্রটি মুক্তি দেয়া হয়। গতবছর চলচ্চিত্রটি দিল্লির ইন্দুসভ্যালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পায়। আগামী ২৩ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রমাণ্য চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।
চলচ্চিত্রটির ধারাবর্ণনা করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্রগ্রহণ করেছেন রাসেল আবেদীন তাজ, সম্পাদনা করেছেন অনয় সোহাগ।
পরিচালক অনার্য মুর্শিদ জানান, এটি ঢাকার লোকজ সংগীতের উপর নিমিত ট্রিলজির প্রথম চলচ্চিত্র। ট্রিলজির বাকি চলচ্চিত্রগুলোর গবেষণার কাজ শেষ। প্রযোজনা প্রতিষ্ঠান পেলে তিনি ট্রিলজির বাকি কাজ শুরু করবেন। বর্তমানে তিনি বেদে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্রের চিত্রনাট্য লিখছেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D