দিন দিন বদলে যাচ্ছে খাদির চিরায়ত চেহারা

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

দিন দিন বদলে যাচ্ছে খাদির চিরায়ত চেহারা

।।|| সুমাইয়া শ্রাবণী ||।। কুমিল্লা, ২৭ জুন ২০২১ : 🌺খাদি রেইনবো শাড়ি। দিন দিন বদলে যাচ্ছে খাদির চিরায়ত চেহারা। অমসৃণ থেকে মসৃণ হচ্ছে টেক্সচার।😊 মোটিফ, প্যাটার্ন ও রং সবকিছুতেই ঐতিহ্যের ছোঁয়া।🥰 শীত, গ্রীষ্মসব ঋতুতেই পরা যাচ্ছে খাদির পোশাক। ❤️আটপৌরে সাজ থেকে পার্টি সবখানেই মানিয়ে যায় খাদির পোশাক।

খাদি রেইনবো শাড়িটাও তেমনি 🥰এক দেখাতেই যে কারো মন ছুয়ে যাবে।😍😍

সুমাইয়া শ্রাবণী
কুমিল্লা থেকে কাজ করছি
ওনার অফ-Follow Me

এই পণ্যের গুনগত মান আমি ব্যক্তিগত ভাবে
সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে এর পরিচিতি  পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। “উই”  কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয় এর সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করেনা”

এ সংক্রান্ত আরও সংবাদ