সিলেট ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১
সৈয়দা হাজেরা সুলতানা শানজিদা, বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ২৫ অাগস্ট ২০২১ : “মাস্ক ব্যবহার করুন, নিরাপদ দুরুত্বে থাকুন এবং সুস্থ থাকুন”- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুবমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখা ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস) কর্তৃক পরিচালিত মাসুমা ব্রিগেডের ফ্রী অক্সিজেন সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে অাজ।
মানুষের মধ্যে করোনা প্রতিরোধে ও করোনা সচেতনতা সৃষ্টিতে প্রচার অভিযানের অংশ হিসেবে অদ্য বুধবার (২৫ অাগস্ট ২০২১) বিকাল ৫টায় প্রধান অতিথি হিসেবে এ সার্ভিসের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ যুবমৈত্রীর সভাপতি সাব্বাহ অালী খান কলিন্স।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবমৈত্রীর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোতাসিম বিল্লাহ সানী, বাংলাদেশ যুবমৈত্রীর সাংগঠনিক সম্পাদক ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সিইও হিমাংশু মিত্র।
বাংলাদেশ যুবমৈত্রীর মৌলভীবাজার জেলা অাহবায়ক কমরেড তাপস ঘোষের সঞ্চালনায় ও মাসুমা ব্রিগেডের কেন্দ্রীয় সভাপতি সুপ্রিয়া সুমীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান; বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা কমিটির সদস্য কমরেড দেওয়ান মাসুকুর রহমান, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর কেন্দ্রীয় তথ্য সম্পাদক অন্তরা রুদ্র পাল।
এছাড়াও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অাফরোজ অালী, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটির মৌলভীবাজার জেলা শাখার অাহবায়ক শ্যামলী সূত্রধর, গীতা রানী চন্দ, ইন্দুপ্রভা কপালী, সিন্ধু রানী দাস, কোহিনূর বেগম, রাবেয়া বেগম, হাসিনা বেগম, প্রণতি দাস, পান্না বেগম, তাসলিমা বেগম, রত্না বেগম, রুমা বেগম, সোয়ারা বেগম, ফরিদা অাক্তার শেফালী, মালতী দাস, মৌ ও নুসরাত প্রমূখ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D