সিলেট ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২১
হবিগঞ্জ থেকে সংবাদদাতা, ৩০ আগস্ট ২০২১ : হবিগঞ্জের জালালাবাদ গ্রামে আহমদিয়া মুসলিম জামাতের সদস্য কাদিয়ানী পরিবারের সদস্যরা বারবার নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে পূর্ব থেকেই ওঁৎ পেতে থাকা একদল লোক হত্যা করার জন্য আক্রমণ চালায়। অভিযোগে বলা হয়, কাদিয়ানীদেরকে নির্মূল করা তাদের আক্রমণের মূল উদ্দেশ্য।
৩১ অক্টোবর ২০২০ কাদিয়ানী পরিবারের সদস্য মো: মলাই মিয়া মারা যাওয়ার পর তার স্ত্রী মোছাঃ আঙ্গুরা খাতুনের আর কোন খোঁজ মিলেনি।
তবে আহত অবস্থায় দীর্ঘ ১০ মাস পরে ওই আঙ্গুরা খাতুনের সন্ধান মিলে। এতদিন যাবৎ তিনি নিখোঁজ ছিলেন। তিনিও আহমদিয়া মুসলিম জামাতের অনুসারী।
অভিযোগে আরও বলা হয়, পূর্বেও ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি তার স্ত্রী, সন্তানদের উপর হামলা, তাদের বাড়ীঘর ও মসজিদে হামলা সহ ব্যাপক ভাংচুর এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। এ রকম পরিস্থিতিতে তাদের থাকার মত কোন ব্যবস্থা নাই। তাই যেখানে যেখান সেখানে থাকেন। তিনি তার ৩ সন্তানদের হারিয়ে প্রায় দিশেহারা।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D