সবাই আক্ষেপ করেছিলো যদি আমার একটা ভাই থাকতো

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১

সবাই আক্ষেপ করেছিলো যদি আমার একটা ভাই থাকতো

।| কাজী সুজানা |। খুলনা, ০১ সেপ্টেম্বর ২০২১ : আব্বু যখন মারা যায় তখন সবাই আক্ষেপ করেছিলো আমার যদি একটা ভাই থাকতো !

আমিও করেছিলাম ,আমার মা -বাবার যদি একটা ছেলে থাকতো তাহলে যেভাবেই হোক সংসারের হালটা ধরতে পারতো । কিন্তু আল্লাহর থেকে মহাজ্ঞানী আর কে আছে!!!
আব্বু সেনাবাহিনীতে থাকায় যেন অনেকটা সোনার চামচ মুখে দিয়েই বড় হয়েছি আমরা দুই বোন। আমার মা কেউ কখনো বুঝতে হয়নি অভাব কি জিনিস । ২০১৭ সালে হঠাৎ আব্বুর হার্ট অ্যাটাক হয় । আমার বয়স ১৮ আর বোনের ১৫ বছর । বদলে গেলো আশেপাশের দুনিয়া । মনে হলো যেন সমুদ্রের মাঝখানে আমাদের তিনজনকে কেউ ফেলে রেখে গেছে । আব্বুর পেনশন বন্ধ হয়ে গেলো । আম্মুর নামে টার্নসফার করতে হবে কিন্তু এই চারবছরে অফিস সেটা করে দিতে পারলো না। বড় মেয়ে হিসেবে যেন দায়িত্ব টা আমার উপরেই পড়ে গেলো । কিন্তু ইন্টার পাশ একটা মেয়ে কিই বা করবো‌!
না পারা যায় কারো থেকে দান নেওয়া না এই যোগ্যতায় হয় কোনো চাকরি । ব্যবসা করবো তো ইনভেস্ট করবো কিভাবে !
হঠাৎ উই এ যুক্ত হয়ে পড়লাম । অনেক আপুদের দেখে আগে খুঁজে বের করলাম আমি কি পারি । সেলাই ,ছবি আঁকতে পারি । অনেক কষ্টে একটা -দুইটা জামায় হাত কাজ করে উইতে পোস্ট করলাম । অনেক আপু প্রাইজ জানতে চাইলেন । তাদের বললাম হাফ এডভান্স করে প্রি অর্ডার করতে হবে। সেদিন আমার ইনভেস্ট করার যে টাকা ছিলো না এটা কিন্তু আপুরা জানতো না কিন্তু আমি অবাক হয়ে যায় আপুরা নির্দিধায় আমাকে হাফ এডভান্স করেন । এবং ৬ মাসে লাখ টাকার সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ ।
এখন আর এডভান্স করা লাগে না । এই দেড় বছরে তিনবার লাখপতি হয়েছি আলহামদুলিল্লাহ 🥰
সংসার ও চলে যাচ্ছে এখন আর কেউ আফসোস করে না আমার ভাই থাকলে ভালো হতো ।
উই এর প্রতি কৃতজ্ঞতা যেন ভাষায় প্রকাশ করার মতো না ।

#
কাজী সুজানা
স্বত্বাধীকারি : লাখনাও কালেকশন
“এই পন্যের গুনগত মান আমি ব্যক্তিগত ভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করে এখানে এর পরিচিতি পোস্ট করেছি এবং দায়ভার বহন করছি।উই কর্তৃপক্ষ কোনোভাবেই এর ক্রয়-বিক্রয় এর সাথে সম্পৃক্ত নয় এবং দায়ভার বহন করে না”