মাষ্টারক্লাস করলেই সারপ্রাইজ

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২১

মাষ্টারক্লাস করলেই সারপ্রাইজ

ইয়াসমিন সুলতানা | যশোর, ১৫ সেপ্টেম্বর ২০২১ : মাস্টারক্লাস করলেই পেয়ে যাচ্ছেন সারপ্রাইজ।😱

আমরা যারা উই উদ্যোক্তা আছি, তাদেরকে সাকসেসফুল করতে প্রতিনিয়ত বিভিন্ন ট্রেনিং ক্লাস ইত্যাদির ব্যবস্থা করেই যাচ্ছে। মাস্টার ক্লাস উই-এর এমনই একটি প্রচেষ্টা, যা আন্তর্জাতিক মানের শিক্ষক দ্বারা নেয়া হয়। এবং কমপ্লিট করার পরে আপনি আন্তর্জাতিক মানের একটি সার্টিফিকেট অনলাইনে পেয়ে যাবেন। মাষ্টার ক্লাস করলে নিজের জ্ঞান অর্জন হয়। পাশাপাশি মাষ্টার ক্লাস করলেই থাকছে ৩টা সারপ্রাইজ।
🛑উই সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি মাষ্টার ক্লাসের জন্য রেজিষ্ট্রেশনকারীদের মধ্যে প্রথম ১০ জনকে পর্যায়ক্রমে উই কাভার ফটো করা হবে।

🛑মাষ্টার ক্লাস বেসিকের প্রথম ৩টা আর এডভান্স মাষ্টার ক্লাসের প্রথম ৩টা মোট ৬টা করে ক্লাস করলেই পাবেন উই উদ্দোক্তা গল্পে লাইভ হবার সুযোগ।

🛑বোনাস হিসাবে প্রতি মাসে ২টা মাস্টারক্লাস করলে ফ্রি ওয়ার্কশপ। নিশা আপুর সাথে স্পেশাল ওয়ার্কশপ তো থাকবেই। এবং ১টা মাষ্টার ক্লাসেতে ৫০% ওয়েভার।

আর চিন্তা না করে চলুন ১৮ সেপ্টেম্বর ২০২১, এডভান্স মাষ্টারক্লাসের জন্য রেজিষ্ট্রেশন করেছেন তো সবাই?
চলুন সবাই মাষ্টার ক্লাস গুলো করে ফেলি।

মাষ্টারক্লাস সম্পর্কে যেকোন বিষয় জানতে Jannatul Ferdaus Tithi আপু অথবা Bo N Ny আপুকে নক করতে পারেন।

মাষ্টার ক্লাস সফটওয়্যার লিঙ্কে থাকে। উই সফটওয়্যারে যুক্ত হয়ে যান। সফটওয়্যার লিঙ্ক
https://www.weforumbd.org/

Yasmin Sultana

জেলা প্রতিনিধি
যশোর

Managing director of: নান্দনিক সমাহার