সাবস্ক্রাইবার সমাচার

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২১

সাবস্ক্রাইবার সমাচার

নাসিমা অাক্তার নিশা | ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২১ : সাবস্ক্রাইবার নেওয়ার একটি অন্যতম মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের উদ্যোক্তাদের তথ্য নিয়ে একটি ডাটাবেজ তৈরি করা। এবং এই ডাটাবেজ তৈরি করা এই সময় অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কারণ, উই নিজেই তার উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর জন্য উইন্সপায়ার গ্র্যান্ট দিয়ে থাকে। এক্ষেত্রে সাবস্ক্রাইবাররা অগ্রাধিকার পাবেন।।

বছরব্যাপী যেসব ক্লাস, ওয়ার্কশপ, ট্রেনিং ও মাস্টার ক্লাস হয়, সেসব ক্ষেত্রে সাবস্ক্রাইবারা ডিসকাউন্ট পেয়ে থাকেন।।
উই আইসিটি অনুদান পাওয়ার ক্ষেত্রে সাবস্ক্রাইবাররাই বিবেচিত হবেন।।
উই সাবস্ক্রাইবারদের ভিতরে দশজনকে বিনামূল্যে দশটি ল্যাপটপ দেয়া হচ্ছে, পরবর্তী ধাপে আরও দেয়া হবে।।
বিভিন্ন হসপিটাল এবং বিভিন্ন হোটেল ও রিসোর্টে উই সাবস্ক্রাইবাররা বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা করা হচ্ছে।
সরকারের ঘোষিত এসএমই প্রণোদনা লোনের জন্য উই থেকে নাম পাঠানো হবে। এই ক্ষেত্রে সাবস্ক্রাইবাররাই বিবেচিত হবেন।।
আন্তর্জাতিক মেলাগুলোতে ও বিটুবি মিটিং উই-এর সাথে যাবার জন্য শুধুমাত্র সাবস্ক্রাইবারা বিবেচিত হবেন।।
উই কালারফুল ফেস্টের স্টল ও অংশগ্রহণের ক্ষেত্রে সাবস্ক্রাইবার ডিসকাউন্ট পেয়ে থাকেন।।
উই সামিট শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্য করা হবে।।বিএসএম এ অংশগ্রহণের ক্ষেত্রে সাবস্ক্রাইবারা ডিসকাউন্ট পেয়ে থাকেন।।
উই ডেলিভারি সিস্টেমে সাবস্ক্রাইবারদের জন্য বিশেষ সুবিধা দেয়া হবে।।
বিভিন্ন প্রিন্ট এবং টিভি মিডিয়া আমাদের কাছে আপনাদের সম্পর্কে জানতে চায়, আপনাদের বিভিন্ন খবর ছাপার জন্য বা অনুষ্ঠান করার জন্য।।
বিভিন্ন মন্ত্রণালয় প্রায়শঃই আমাদের কাছে আমাদের গ্রুপ সম্পর্কিত বিভিন্ন তথ্য-উপাত্ত জানতে চায়।।
সাম্প্রতিক সময়ে অনেকগুলো ব্যাংক আমার সাথে যোগাযোগ করেছে, আমাদের গ্রুপের সাবস্ক্রাইবারদের প্রতি আগ্রহ প্রকাশ করে।।
বিভিন্ন টেলিকম কোম্পানি ও তাদের অফার নিয়ে আসতে চায় আমাদের সাবস্ক্রাইবারদের জন্য।
আইসিটি মিনিস্ট্রির এটুআই ও ইউএনডিপি সহায়তায় তৈরি মার্কেটপ্লেসগুলোতে উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেয়া হয়।
এটুআই (আইসিটি মন্ত্রনালয়ের একটি অংশ), উই উদ্যোক্তাদের ভেতর থেকে ব্যাচ তৈরি করে আপনাদের ১। ট্রেড লাইসেন্স ২ । ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ৩। ভ্যাট এবং TIN সার্টিফিকেটগুলো তৈরিতে যে প্রক্রিয়া আছে, তা আপনার হয়ে করে দেয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এক্ষেত্রে অবশ্য যার যার সংশ্লিষ্ট খরচগুলো তার বহন করতে হবে। এই ব্যাপারে বেশ কয়েকজন পৌরসভার মেয়রের সাথে আমাদের আলোচনা হয়েছে।।
উপরোক্ত সার্টিফিকেটগুলো ছাড়াও বিএসটিআই রেজিস্ট্রেশনের জন্য আপনার অফিসের একটি ঠিকানা ও কিচেন বা এ ধরনের স্থাপনা প্রয়োজন হবে। আমরা সেটি তৈরি করতে একটি প্রজেক্ট পরিকল্পনা চলছে।
উই তার সাবস্ক্রাইবার দের জন্য ঢাকায় একটি কো-অফিস স্পেস ও উই লাউঞ্জ তৈরি করার কাজে হাত দিয়েছে।।
রপ্তানির ও কুরিয়ার সহায়তার জন্য শুধু সাবস্ক্রাইবারদের বিবেচনা করা হবে।।
দেশের আইটি অঙ্গনের অন্যতম মিলনমেলা “ডিজিটাল বাংলাদেশ” ও অন্যান্য বৃহৎ আয়োজনে উইকে পার্টনার করা হয়। সেক্ষেত্রে সাবস্ক্রাইবারা সুবিধা পাবেন।।
সর্বোপরি উই-এর পরবর্তী প্রতিনিধি ও নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইবারদের বিবেচনা করা হবে।।
এখন আমরা এই উপরোক্ত কাজগুলো যাদেরকে নিয়ে শুরু করব, সেই ডাটাবেজতো আমাদের লাগবে, তাইনা।
তবে বড় কথা হচ্ছে আপনি এখন আমাদের গ্রুপে যেসব কার্যক্রম চালাতে পারছেন, সেটা আপনি সাবস্ক্রাইবার না হলেও চালিয়ে যেতে পারবেন। যেমন পোস্ট করা, ব্র্যান্ডিং করা ইত্যাদি। সেটা নিয়ে চিন্তার কিছু নেই।
আশা করি অনেকেই পরিষ্কার হয়ে গেছেন। সাবস্ক্রাইবার হতে চাইলে www.weforumbd.org তে যেয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।