সিলেট ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১
চট্টগ্রাম, ০৭ অক্টোবর ২০২১ : চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম সুফি সাধক হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র সহধর্মিণী ও সৈয়দ হাসান মাইজভাণ্ডারী’র মাতা সৈয়দা মুনাওয়ারা বেগম বুধবার (৬ অক্টোবর ২০২১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে রাত ১০টায় মৃত্যুবরণ করেন।
শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট এক বিজ্ঞপ্তিতে তাঁর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন।
দরবার সূত্রে জানায়, আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর ২০২১) বাদ আসর মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেষ হাসিনা আজ শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)’র স্ত্রী সৈয়দা মুনাওয়ারা বেগমের মৃত্যুতে গভীর দু:খ ও শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ওয়ার্কার্স পার্টির শোক
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)’র স্ত্রী সৈয়দা মুনাওয়ারা বেগমের মৃত্যুতে গভীর দু:খ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সৈয়দ অামিরুজ্জামানের শোক
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)’র স্ত্রী সৈয়দা মুনাওয়ারা বেগমের মৃত্যুতে গভীর দু:খ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।
এক শোক বার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
রহমানপুর দরবার শরীফ ও তরীকত ফেডারেশনের শোক
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)’র স্ত্রী সৈয়দা মুনাওয়ারা বেগমের মৃত্যুতে গভীর দু:খ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম প্রচার সম্পাদক, অাহলে সুন্নত ওয়াল জামা’অাতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রহমানপুর দরবার শরীফের গদ্দীনশীন পীর শাহজাদা সৈয়দ মুহাম্মদ রায়হান শাহ রহমানপুরী।
এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D