সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১
নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২৯ অক্টোবর ২০২১ : গত ২৫ অক্টোবর ২০২১ সোমবার বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর দেশগ্রাম বিভাগে ৯ নং পাতায় “মৌলভীবাজারে সমবায় সমিতির নামে চলছে দাদন ব্যবসা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছে স্বনামধন্য ৫ সংগঠন।
সমবায় অাইন ও বিধিমালা অনুযায়ী পরিচালিত ও সরকার নিবন্ধিত মৌলভীবাজারের ৫ সমবায় সংগঠনের পক্ষ থেকে এক প্রতিবাদ পত্রে বলা হয়, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। মানহানিকর ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে ৫ সমবায় সংগঠনের পক্ষ থেকে এ সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজার সিএনজি অটোরিকশা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শেখ জহির আহম্মদ ও সম্পাদক মোশফিক অাহমদ সাদিক, এশিয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি রিপন কুমার বৈদ্য, জনবন্ধু বহুমুখী সমবায় সমিতির সভাপতি শওকত হোসেন ও সম্পাদক বিভাষ দেব, বরাক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মোঃ ফরিদ অাহমদ ও সম্পাদক অরুণ দে এবং সাধুহাটি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মোঃ অালী হোসেন।
উল্লেখিত ৫ সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ পত্রে অারও বলা হয়, স্ব স্ব সংগঠনের সমবায়ী সদস্যদের জমাকৃত সঞ্চয় থেকে অাবেদনের ভিত্তিতে অাইন ও বিধিমালা অনুসরণ করে সমবায়ী সদস্যদের মাঝে স্বাবলম্বী হওয়ার জন্য সহজ শর্তে ঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করা হয়। স্ব স্ব সংগঠনের প্রতি বছর সাধারণ সভা, অডিটসহ নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হয়। উল্লেখিত সংগঠন ৫টি কোনোটাই বেনামি নয়। এ রকম সংবাদ প্রকাশ অামাদের অবাক ও হতবাক করেছে। যথাযথ অনুসন্ধান না করে এ ধরনের সংবাদ প্রকাশ সঠিক হয় নি। ২৮ অক্টোবর ২০২১ এ সংক্রান্ত প্রতিবাদ দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এ প্রকাশিত হয়েছে।
দেশের উন্নয়ন অগ্রগতি তরান্বিত করার নিমিত্তে সমবায় অান্দোলন জোরদার করা ও সমবায় সংগঠনকে শক্তিশালী করার স্বার্থে এ প্রতিবাদ প্রকাশ করা জরুরি বলে প্রতিবাদ পত্রে উল্লেখ করেছেন ৫ সমবায় সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D