আইএলও কর্মজীবী ও শ্রমজীবী মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: সিলেটে মতবিনিময় সভায় কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২১

আইএলও কর্মজীবী ও শ্রমজীবী মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: সিলেটে মতবিনিময় সভায় কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন

নিজস্ব প্রতিবেদক | সিলেট, ০২ নভেম্বর ২০২১ : “বাংলাদেশ একটি উর্বর ও অত্যন্ত সম্ভাবনাময় দেশ। আইএলও ট্রেড ইউনিয়ন সংগঠন ও জাতীয় পর্যায়ের ফেডারেশনসহ সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থার সহযোগিতায় বাংলাদেশের কর্মজীবী ও শ্রমজীবী মানুষদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

সোমবার (১ নভেম্বর ২০২১) সকালে সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সেমিনার রুমে সিলেটের নেতৃত্বদানকারী শ্রমিক সংগঠনের নেতাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় অন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর কান্ট্রি ডিরেক্টর মি: টুমো পোটিআইনেন এসব কথা বলেন।
তিনি ভবিষ্যতে সিলেটে সেক্টরভিত্তিক কর্মজীবী শ্রমিকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের আশ্বাস প্রদান করেন।
আইএলও’র প্রোগ্রাম অফিসার মো: সাইদুল ইসলাম সভাপতিত্বে ও পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নেতা ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কমরেড কামরুল আহসান ও আইএলও কমিউনিকেশন অফিসার ফারহানা আলম।
মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট শাখা সভাপতি কমরেড সিকান্দার আলী ও সাধারণ সম্পাদক কাজী আলফাজ হোসেন, জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা শাখার সভাপতি মো: এজাজুল হক, মহানগর কমিটির সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম ও সহসভাপতি ছাদিকুর রহমান ছাদিক, জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখার সভাপতি মো: সোরমান আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জাতীয় শ্রমিক জোট মৌলভীবাজার আঞ্চলিক কমিটির সভাপতি সৈয়দ ছায়েদ আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভায় সিলেটের নেতৃস্থানীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন স্তরের প্রায় ২০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।
ট্রেড ইউনিয়ন নেতারা সিলেটে শ্রমিক অধিকার আদায়ে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং বিভিন্ন সুপারিশ সহ করণীয় সম্পর্কে বক্তব্য তুলে ধরেন ।
অন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর কান্ট্রি ডিরেক্টর মি: টুমো পোটিআইনেন এসময় শ্রমিক নেতাদের বক্তব্য খুব মনযোগ দিয়ে শুনেন।
তিনি আরও জানান, এটা তার প্রথম সিলেট সফর এবং তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান।
বিকালে অন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর কান্ট্রি ডিরেক্টর মি: টুমো পোটিআইনেনসহ আইএলও’র প্রতিনিধি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
জানা যায়, অন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর উচ্চ পর্যায়ের কোন প্রতিনিধির এটাই প্রথম সফর।

আইএলও কর্মজীবী ও শ্রমজীবী মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: সিলেটে মতবিনিময় সভায় কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন