মৌলভীবাজার-৪ আসনের সাবেক এমপি আহাদ মিয়া আর নেই

প্রকাশিত: ৬:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২১

মৌলভীবাজার-৪ আসনের সাবেক এমপি আহাদ মিয়া আর নেই

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৮ নভেম্বর ২০২১ : মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের জাতীয় পার্টির সাবেক এমপি ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র আহাদ মিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

Manual4 Ad Code

শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আাবাসিক এলাকার বাসিন্দা, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবক, সাবেক এমপি, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র আহাদ মিয়া অদ্য সোমবার (৮ নভেম্বর ২০২১) সকাল আনুমানিক ১১টায় রাজধানীর বিঅারবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

Manual3 Ad Code

তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী এবং তাঁর একমাত্র ছেলে জাহাঙ্গীর আলম সোহাগ ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য প্রকাশ করেছেন।

Manual1 Ad Code

সাবেক এমপি ও পৌরসভার সাবেক মেয়র আহাদ মিয়া একজন দাপুটে রাজনীতিবিদ হিসেবে শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলায় পরিচিত ছিলেন। এমপি থাকাকালীন তাঁর সময়ে শ্রীমঙ্গল কলেজ ও শ্রীমঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করা হয়। এছাড়াও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য এক কোটি টাকা তহবিল দেওয়া হয়।
সর্বোপরি তিনি শ্রীমঙ্গলের উন্নয়নের জন্য যথেষ্ট অবদান রেখেছিলেন।
এছাড়াও তিনি পূর্বাশা আবাসিক এলাকায় কল্যাণে সদা সচেষ্ট ছিলেন। এলাকাবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে ছিলেন। বিভিন্ন সাহায্য সহযোগিতায় ছিলেন এক অনন্য ব্যক্তি। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ওয়ার্কার্স পার্টির শোক

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সাবেক এমপি ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র আহাদ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

ড. আব্দুস শহীদ এমপি’র শোক

সাবেক এমপি মো. আহাদ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক চিফ হুইপ ও সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual8 Ad Code

সৈয়দ অামিরুজ্জামানের শোক

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সাবেক এমপি ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র আহাদ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code