তেলের দাম বৃদ্ধিতে দরিদ্র আরও দরিদ্র হবে, বড় ক্ষতির মুখে পড়বে কৃষক: জাতীয় কৃষক সমিতি

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২১

তেলের দাম বৃদ্ধিতে দরিদ্র আরও দরিদ্র হবে, বড় ক্ষতির মুখে পড়বে কৃষক: জাতীয় কৃষক সমিতি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৯ নভেম্বর ২০২১ : জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান মানিকের ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ আজ এক সংবাদপত্রে বিবৃতিতে সম্প্রতি সরকারের হঠাৎ করে তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধিতে দেশের অর্থনীতি করোনার ধাক্কা থেকে কেবলমাত্র ঘুরে দাড়ানোর চেষ্টা করছে। তাতে বিরাট এক ধাক্কা আসবে। এতে কৃষকের উৎপাদিত কৃষি পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাবে। কৃষক তার উৎপাদনে ডিজেল ও কেরোসিন ব্যবহার করে। তেলের দাম না বাড়িয়ে ভারতের মতো আমদানির ওপর শুল্ক হ্রাস করেও সমন্বয় করা যেত। কৃষিতে ভর্তুকি দিতেই হবে। না দিলে কৃষকেরা ডিজেল ও কেরোসিন ব্যবহার করেন, তাতে তাদের উৎপাদন খরচ বেড়ে যাবে। এ ব্যাপারে সরকারের কাছে অবিলম্বে তেলের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করে জনজীবনের দুর্ভোগ লাঘব ও কৃষক সমাজকে বাঁচানোর জোর দাবি জানান নেতৃবৃন্দ।