সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২১
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল, ০৯ নভেম্বর ২০২১: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর অঙ্গ সংগঠন স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন)-এর নিয়মিত সভা টিঁআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী’র সঞ্চালনায় গতকাল (৮ নভেম্বর ২০২১) শ্রীমঙ্গলে সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সনাকের সহ-সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দীন আহমদের উপস্থিতিতে ও স্বজন আহ্বায়ক দেলোয়ার হোসেন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সনাক শ্রীমঙ্গল টিআইবি’র চলমান বিভিন্ন কার্যক্রম এবং খাত ভিত্তিক সুশাসনের অভাব, বিভিন্ন চ্যালেঞ্জ, দুর্নীতির মাত্রা এবং টিআইবি’র আসন্ন নতুন প্রকল্পের বিভিন্ন বিষয় এবং নির্মান খাত নিয়ে গবেষনা ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা এবং এ্যাকটিভ সিটিজেন গ্রুপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) কে আরো সক্রিয় করে ব্যাপকভাবে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা ও প্রচার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সামনে আসন্ন দুর্নীতিবরোধী দিবস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যগণ।
সভায় আগামী এক বছরের জন্য স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন)-এর অাহবায়ক এবং সহ অাহবায়ক নির্বাচন করা হয়।
নতুনভাবে নির্বাচিত সদস্যগণ হলেন, সংগঠক ও সমাজকর্মী সৈয়দ ছায়েদ আহমদ – অাহবায়ক, পরিমল সিং বাড়াইক-( সহ-অাহবায়ক ) এবং অনিতা দেব (সহ অাহবায়ক ) হিসেবে নির্বাচিত হয়েছেন।
নতুন নেতৃত্বে যারা এসেছেন তাদেরকে সনাক ও স্বজন শ্রীমঙ্গলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। নব নির্বাচিত অাহবায়ক ও সহ-অাহবায়ককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সনাক শ্রীমঙ্গলের সম্মানিত সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য মহোদয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D