সিলেট ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২০ নভেম্বর ২০২১ : শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর যুগ্ম মহাসচিব ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর অাগে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর যুগ্ম মহাসচিব হওয়ায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন তিনি।
শনিবার (২০ নভেম্বর ২০২১) রাত ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভিআইপি হলরুমে এই সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশব্যাপী সাংবাদিকদের মূল মূল সমস্যা, সমাধানে নানা সুপারিশ এবং সম্ভাবনার নানান দিক তুলে ধরা হয়।
সাংবাদিকতার বিভিন্ন বিষয়ের পাশাপাশি শেখ মামুনুর রশীদের বক্তব্যে শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও উঠে আসে।
মত বিনিময় সভায় শেখ মামুনুর রশীদ বলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ এলাকায় যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে।
তিনি বলেন এর আগেও আমি শ্রীমঙ্গলে অনেকবার এসেছি। তবে এখানে সরকারের দৃশ্যমান অনেক উন্নয়ন কাজ হয়েছে। যা আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র বিচক্ষণ নেতৃত্বের জন্যই সম্ভব হয়েছে।
শেখ মামুনুর রশীদ শ্রীমঙ্গল প্রেসক্লাবে এসে পৌঁছালে সাংবাদিক নেতৃবৃন্দ প্রথমে তাকে ফুল দিয়ে বরণ করেন।
পরে বিএফইউজে’র নির্বাচনে যুগ্ন মহাসচিব নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গল প্রেসক্লাব নেতৃবৃন্দ ক্লাবের পক্ষ থেকে
তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি কাওছার ইকবাল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, যুগ্ন সম্পাদক এম এ রাকিব, অর্থ সম্পাদক সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক হালচাল পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান অালম, দৈনিক করতোয়ার প্রতিনিধি নূর মুহাম্মদ সাগর, মানবকণ্ঠের প্রতিনিধি আবুজার রহমান বাবলা, দেশ রূপান্তরের প্রতিনিধি আহমেদ এহসান সুমন, প্রতিদিনের সংবাদের আব্দুস শুকুর, প্রতিদিনের সংবাদ ও অবজারভারের কমলগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন শুভ, দেশ রূপান্তরের রুহুল ইসলাম হৃদয় ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন প্রমুখ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D