সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২০ নভেম্বর ২০২১ : জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ আজ এক বিবৃতিতে ভারতের তিনটি কৃষি আইন প্রত্যাহারে সে দেশের কৃষকরা যে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে তাতে অভিনন্দন জানিয়েছে। আজ ২০ নভেম্বর শনিবার অল ইন্ডিয়া কিষাণ সভার জেনারেল সেক্রেটারি কমরেড হান্নান মোল্লার কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় তারা বলেন, দীর্ঘ সময় ধরে আন্দোলনরত ভারতের কৃষকদের এই বিজয়ে বাংলাদেশের কৃষকরাও সমভাবে আনন্দিত। বিশেষত: ভারতের এই কৃষক আন্দোলন ঐক্য, সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজীর স্থাপন করেছে তা অতুলনীয়। সরকারের নিপীড়ন প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ, হত্যা, হামলা ও কৃষক আন্দোলনের বিভাজন সৃষ্টির অপচেষ্টাকে রুখে দিয়ে ভারতের কৃষকরা যে বিজয় অর্জন করল তা বাংলাদেশ তথা উপমহাদেশের কৃষক আন্দোলনের সামনে উদাহরণ হয়ে থাকবে। এই দীর্ঘ আন্দোলনে প্রাণদানকারী সাতশতাধিক কৃষকের আত্মত্যাগের প্রতিও তারা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারা আশা প্রকাশ করেন যে বাকী দাবীগুলোও একইভাবে আদায় হবে। অভিনন্দন বার্তায় তারা পুনরায় ভারতের কৃষক আন্দোলনের সাথে বাংলাদেশের কৃষক আন্দোলনের সংহতি ঘোষণা করেন।
ভারতের তিনটি কৃষি আইন প্রত্যাহারে সে দেশের কৃষকরা যে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে তাতে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D