সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৫ নভেম্বর ২০২১ : শ্রীমঙ্গলে এমসিডা (MSEDA) আয়োজিত এডুকো বাংলাদেশ (Educo Bangladesh)-এর পৃষ্ঠপোষকতায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এডুকো বাংলাদেশ-এর কার্যক্রম সম্পর্কে উপকারভোগীদের পরামর্শ, আভিযোগ ও মতামত প্রাপ্তির লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ নভেম্বর ২০২১) সকাল ৯টায় শ্রীমঙ্গলে জেলা পরিষদ অডিটরিয়ামে এডুকো বাংলাদেশ-এর ৪টি স্থানীয় সহযোগী সংস্থা ব্রেকিং দ্যা সাইলেন্স, এমসিডা, আইডিয়া এবং প্রচেষ্টা’র আলোয় আলো প্রকল্পের বিভিন্ন শ্রেণির উপকারভোগী ও স্টেকহোল্ডারদের নিয়ে এ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোয় আলো প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য প্রদান করেন এমসিডা’র প্রধান নির্বাহী মো: তহিরুল ইসলাম মিলন।
বক্তব্য প্রদান করেন এডুকো বাংলাদেশ-এর ডিরেক্টর অব প্রোগ্রাম ফারজানা খান, শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর ও আলোয় আলো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো: শরীফুল আলম।
মুক্ত আলোচনা সেশনটি পরিচালনা করেন এডুকো বাংলাদেশ-এর ম্যানেজার-(ইভালুয়েশন এন্ড নলেজ ম্যানেজমেন্ট) মো: জামাল উদ্দিন।
আলোচনায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার চা বাগান ও হাওড় এলাকা থেকে আগত সরকারী প্রাথমিক বিদ্যালের শিক্ষক, চা বাগান কর্তপক্ষের প্রতিনিধি, ইসিডি ফ্যাসিলিটেটর, পঞ্চায়েত, ইউপি মেম্বার, শিশুর অভিভাবক, এসএমসি ও সিএমসি’র সদস্য, ডে কেয়ার-এর যত্নকারী, কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির প্রতিনিধিবৃন্দ তাদের পরামর্শ, অভিযোগ ও মতামত মৌখিকভাবে ব্যাক্ত করেন এবং অনেকে লিখিত পরামর্শ, অভিযোগ ও মতামত এসসিসি বাক্সে প্রদান করেন। সেশন শেষে সকলের লিখিত মতামত সহযোগী সংস্থার (ব্রেকিং দ্যা সাইলেন্স, এমসিডা, আইডিয়া এবং প্রচেষ্টা ) এর সমন্বয়কারীগণ সাড়া প্রদান করেন।
মুক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডুকো মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার কমল কৃষ্ণ রায়, টেকনিক্যাল স্পেশালিষ্ট মো: তৌহিদ ফেরদৌস, দৈনিক হালচাল পত্রিকা’র প্রতিনিধি ও এমসিডা’র প্রেসিডেন্ট মো: মিজানুর রহমান আলম, ব্রেকিং দ্যা সাইলেন্স-বিটিএস আলোয় আলো প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী চাদনী রায়, আইডিয়া’র প্রকল্প সমন্বয়কারী মো: আমিনুর রহমান, প্রচেষ্টা এর সমন্বয়কারী মো: আব্দুল ওয়াহাব এবং এমসিডা’র প্রকল্প সমন্বয়কারী (অতি:দা:) মো: ওসমান গনি।
উল্লেখ্য যে এডুকো বাংলাদেশ চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩০টি চা বাগান ও ২ টি হাওড় অঞ্চলে চারটি বেসরকারী সংস্থা (এমসিডা, বিটিএস, আইডিয়া ও প্রচেষ্টা)-এর মাধ্যমে আলোয় আলো প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পটি বিভিন্ন চা বাগান ও হাওর এলাকার পিছিয়ে পড়া শিশু, কিশোর-কিশোরী, যুবক ও নারীদের নিয়ে শিশুর প্রারম্ভিক বিকাশ, প্রাক-প্রাথমিক শিক্ষা ও তাদের জীবনমান উন্নয়ন সাধনে কাজ করে যাচ্ছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D