স্কপের উদ্যোগে সিলেটে শ্রমিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২১

স্কপের উদ্যোগে সিলেটে শ্রমিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | সিলেট, ১৭ ডিসেম্বর ২০২১ : শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর জেলা শাখার উদ্যোগে সিলেটে শ্রমিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ডিসেম্বর ২০২১) বিকাল ৩টায়) তালতলাস্থ একটি সিবিএ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
স্কপের জেলা শাখার আহ্বায়ক ও জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার সভাপতি প্রকৌশলী এজাজুল হকের সভাপতিত্বে ও স্কপের জেলা সদস্য সচিব ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক আবু জাফরের সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা শাখার সভাপতি সিকান্দর আলী,ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি সুরুজ আলী, জাতীয় শ্রমিক জোটের জেলা আহ্বায়ক কিবরিয়া চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের জেলা সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, বাংলাদেশ লেবার ফেডারেশনের জেলা আহ্বায়ক সাইদুল ইসলাম।
শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, চা শ্রমিক ইউনিয়নের সুরমা ভ্যালী সভাপতি রাজু গোয়ালা, বিদ্যুৎ শ্রমিক লীগ সিলেট এর যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন; রিকশা , ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সিলেট মহানগর শাখার মনজুর আহমদ, জাতীয় রিকশা শ্রমিক লীগের জেলা সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মহানগর হকার্স শ্রমিক লীগের সভাপতি আতিউর রহমান, প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কালাম আজাদ, হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন জেলা সাংগঠনিক সম্পাদক ইমান আলী, হোটেল রেস্টুরেন্ট শ্রমিক লীগ জেলা সভাপতি আজিজুর রহমান, স মিল শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সমাজতান্ত্রিক নির্মাণ শ্রমিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক মামুন বেপারি, কৃষি ফার্মের মোবাশ্বির আলী, রাবার শ্রমিক সংঘের জয় মোহন্ত কুর্মি প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী এজাজুল হক চা শ্রমিকদের ন্যায্য মজুরি সহ আনুষাঙ্গিক সুযোগ সুবিধা বৃদ্ধির আন্দোলনে একাত্মতা পোষণ করেন এবং নগরীতে হকার ও ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদের হয়রানি-নির্যাতন-উচ্ছেদ বন্ধের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
প্রকৌশলী এজাজুল হক হোটেল রেস্টুরেন্ট, প্রেস, নির্মাণ শ্রমিকদের নিয়োগ পত্র, পরিচয় পত্র ও ঝুঁকিবীমা প্রদানের আহ্বান জানান।
প্রকৌশলী এজাজুল হক শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।