সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৮ ডিসেম্বর ২০২১ : একাত্তরের মুক্তিযুদ্ধে মহান বিজয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে শ্রীমঙ্গলের লাহারপুর দীঘির পাড় হযরত আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় একটি জাতীয় পতাকা প্রদান ও অধ্যয়নরত এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর ২০২১) রাত ৮টায় শ্রীমঙ্গল ওয়েলফেয়ার ট্রাষ্টের উদ্যোগে উক্ত মাদ্রাসার জন্য একটি জাতীয় পতাকা ও অধ্যয়নরত এতিম শিক্ষার্থীদের মাঝে ৩৫টি কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্রাষ্টের অন্যতম সদস্য ডা: এনামুর রশীদ দিপু, ডা: আব্দুল বাতেন, তোফায়েল আহমেদ ও মাদ্রাসার পরিচালক মিনহাজ আহমেদ প্রমুখ।
এর আগে বুধবার রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কিছু উদ্যমী তরুণদের সংগঠন শ্রীমঙ্গল ওয়েলফেয়ার ট্রাষ্টের পক্ষ থেকে অসহায় তিনটি পরিবারের মাঝে দু’টি সেলাই মেশিন ও এক প্রতিবন্ধী শিশুকে নগদ ১০ হাজার টাকা প্রদান করে।
তারা আরও জানান, এ ধরনের মানবিক উদ্যোগ তাদের অব্যাহত থাকবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D