শ্রীমঙ্গলে ইউপি নির্বাচনের আচরণবিধি অবহিতকরণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২১

শ্রীমঙ্গলে ইউপি নির্বাচনের আচরণবিধি অবহিতকরণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২২ ডিসেম্বর ২০২১ : শ্রীমঙ্গল উপজেলায় আসন্ন ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ৯টি ইউনিয়নের প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর ২০২১) বিকেল ৪টায় জেলা পরিষদ অডিটরিয়ামে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা ইয়াসমিন।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. শহীদুল হক মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার।
সভা পরিচালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অসীম জ্যোতি চৌধুরী।
আগামী ৫ জানুয়ারি ২০২২ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৮ ও সাধারণ সদস্য পদে ৩৮৫ জনসহ মোট ৫৫৭ জন প্রার্থী অংশ নিয়েছেন।