অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত ও সাধারণ সম্পাদক ড. আইনুল ইসলাম

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২১

অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত ও সাধারণ সম্পাদক ড. আইনুল ইসলাম

ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২১ : ড. আবুল বারকাত সভাপতি ও ড. আইনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ অর্থনীতি সমিতির নতুন কমিটি গঠন হয়েছে। এই কমিটি আগামী দুুই বছরের (২০২২-২৩) জন্য দায়িত্ব পালন করবে।শনিবার (২৫ ডিসেম্বর ২০২১) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কার্যনির্বাহক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

ড. আবুল বারকাত ও ড. আইনুল ইসলামের ‘শোভন সমাজের লক্ষ্যে অর্থনীতি’ প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৯টি পদের মধ্যে ২৮টি পদে নিরঙ্কুশ জয় লাভ করে।
এর আগে শুক্রবার (২৪ ডিসেম্বর ২০২১) সমিতির দ্বিবার্ষিক সম্মেলন ও শনিবার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে এ জেড এম সালেহ্ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি পাঁচজন যথাক্রমে অধ্যাপক হান্নানা বেগম, ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন খান, মো. মোস্তাফিজুর রহমান সরদার এবং ড. মো. সাইদুর রহমান। যুগ্ম-সম্পাদক দুই জন যথাক্রমে বদরুল মুনির ও শেখ আলী আহমেদ টুটুল। সহ-সম্পাদক পাঁচজন পার্থ সারথী ঘোষ, মনছুর এম. ওয়াই. চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, সৈয়দ এসরারুল হক সোপেন ও মোঃ হাবিবুল ইসলাম।
নির্বাহী কমিটির ১৪ জন সদস্য হলেন-ড. মো. লিয়াকত হোসেন মোড়ল, ড. জামালউদ্দিন আহমেদ, অধ্যাপক ড. জহিরুল ইসলাম সিকদার, ড. মো. সাদেকুন্নবী চৌধুরী, অধ্যাপক শাহানারা বেগম, ড. মো. মোরশেদ হোসেন, অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, মো. মোজাম্মেল হক, শাহেদ আহমেদ, মেহেরুননেছা, খোরশেদুল আলম কাদেরী, নেছার আহমেদ, মোহাম্মদ আকবর কবীর এবং মো. আখতারুজ্জামান খান।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত ও সাধারণ সম্পাদক ড. আইনুল ইসলাম নবগঠিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ