‘উগ্রবাদ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভা

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২

‘উগ্রবাদ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া, ১২ জানুয়ারি ২০২২ : বগুড়ায় আজ ‘উগ্রবাদ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১২ জানুয়ারি ২০২২) বেলা একটায় বগুড়া পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশ ও সিটিটিসি, ডিএমপি’র আয়োজনে ‘বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প’-এর আওতায় এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, তানভীর ইসলাম, সিটিটিসি’র সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।