শ্রীমঙ্গলে যুবমৈত্রীর উপজেলা সম্মেলন: সভাপতি জামাল মুশরাফিয়া ও সম্পাদক অজিত বুনার্জী

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২

শ্রীমঙ্গলে যুবমৈত্রীর উপজেলা সম্মেলন: সভাপতি জামাল মুশরাফিয়া ও সম্পাদক অজিত বুনার্জী

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০১ ফেব্রুয়ারি ২০২২ : বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্মেলনে জামাল মুশরাফিয়াকে সভাপতি ও অজিত বুনার্জীকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি ২০২২) বিকাল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল শহরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়ার সভাপতিত্বে ও মৃনাল কান্তি ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আফরোজ আলী ও সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক তাপস ঘোষ।

Manual6 Ad Code

প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “দেশে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। এই বেকারত্ব নিরসনে সরকারের সুস্পষ্ট নীতি বা পরিকল্পনা পরিষ্কার না। সরকারের উন্নয়ন ও উন্নতির সাথে বেকারদের কর্মসংস্থান ও জনগণের স্বস্তি নিশ্চিত করতে হবে। এর জন্য যুবমৈত্রীকে দায়িত্ব নিয়ে সংগ্রাম গড়ে তুলতে হবে।”

Manual1 Ad Code

বাংলাদেশ যুবমৈত্রীর ২৭ সদস্য বিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা কমিটি নিম্নরূপ:
সভাপতি জামাল মুশরাফিয়া, সহসভাপতি অলক পাল, নীর নেপুর তুলসী প্রসাদ ও সৌরভ ঘোষ; সাধারণ সম্পাদক অজিত বুনার্জী, সহসাধারণ সম্পাদক মৃনাল কান্তি ঘোষ ও রিমলী দেব, সাংগঠনিক সম্পাদক মৌ দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির মিয়া, গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তপু কালিন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোহেল আহমদ, নারী বিষয়ক সম্পাদক কুমকুম তাঁতী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জমির আলী, আইন বিষয়ক সম্পাদক মোশাহিদ আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সুমন, ক্রীড়া সম্পাদক রাহেল আহমেদ, অর্থ সম্পাদক অনুপ ঘোষ, দপ্তর সম্পাদক রুদ্র কর (রথীন্দ্র), কার্যকরী সদস্য শেখ জুয়েল রানা, দেওয়ান মাসুকুর রহমান, মিতালী রানী দাস, জামিল তাঁতী, জামাল মিয়া, পিন্টু দেবনাথ, শ্যাম ও জমির আলী প্রমূখ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ