বিপিএল জয়ের আনন্দে উন্মাতাল কুমিল্লা শহর

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২

বিপিএল জয়ের আনন্দে উন্মাতাল কুমিল্লা শহর

Manual1 Ad Code

কুমিল্লা (দক্ষিণ), ১৮ ফেব্রুয়ারি ২০২২ : বিপিএলে ফাইনালে এক রানে বরিশালকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে উন্মাতাল কুমিল্লা। তুমুল হর্ষধ্বনি, ভুভুজেলার পোঁপোঁ, ঢোলের বোল, গাড়ির হর্ন ও গানের সুর মিলিয়ে শব্দব্রহ্মর বিকট নিনাদে কুমিল্লা শহর মুখর। বিশেষত সারা শহর পরিণত হয়েছে ঝলমলে আলোর ঝর্ণাধারায় স্নাত এক মহোৎসবের কেন্দ্রবিন্দুতে।

Manual6 Ad Code

নেচে গেয়ে সমর্থকরা মাতিয়ে তোলেছেন কুমিল্লার পুরো শহর। অন্য সব রাতের তুলনায় আজ রাতটা একটু আলাদা ছিল কুমিল্লা সমর্থকদের জন্য।
শুক্রবার ছিল বিপিএলের ফাইনাল খেলা। প্রতিপক্ষ শক্তিশালী ফরচুন বরিশালের বিরুদ্ধে বিশাল জয়ে কুমিল্লা এর পুরো শহরেই জুড়ে ক্রিকেট ভক্তদের হৈই হুল্লোড়। মনে হচ্ছে আবেগের আত্মহারা হলেতো আর দোষ দেয়া যায়না এই ক্রিকেট পাগল মানুষগুলোকে। উচ্ছ্বাসে-উদ্দীপনায় উন্মাতাল অগণিত ক্রিকেট মোদি পথে নেমেছিল শুক্রবার সন্ধ্যা থেকেই। বসন্তের দমকা বাতাসের মতোই তরুণের দল পতাকা উড়িয়ে ছুটেছে শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের পথে। তুমুল হর্ষধ্বনি, ভুভুজেলার পোঁপোঁ, ঢোলের বোল, গাড়ির হর্ন ও গানের সুর মিলিয়ে শব্দব্রহ্মর বিকট নিনাদে কুমিল্লা শহর মুখর। বিশেষত সারা কুমিল্লা পরিণত হয়েছিল ঝলমলে আলোর ঝর্ণাধারায় স্নাত এক মহোউৎসবের কেন্দ্রবিন্দুতে।
মাথায় জাতীয় পতাকার ব্যান্ড বাঁধা, মুখে বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি, হাতে লাল-সবুজ পতাকা। দু’তিনজন করে একেকটি মোটরসাইকেলে।
শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে দেখা গেল, কয়েক ডজন মোটরসাইকেল তীব্র শব্দে হর্ন বাজিয়ে চক্কর দিচ্ছে রঙিন আলোয় ভেসে যাওয়া শহরের পথে-পথে। ‘আহা, এ কী আনন্দ আকাশে বাতাসে’। তাদেরই একজনের প্রতিক্রিয়া, ‘২০ বছরের ঈদের আনন্দের সমান আনন্দ পাইতাছি।’ তাই ক্রিকেট প্রেমীরা আর ঘরে বসে থাকা যায় না। সবাই মিলে শহরের প্রাণকেন্দ্র কান্দিপাড়ে এসে জড়ো হয় হাজারো মানুষ। শহরের আনাচে কানাচে বড় পর্দায় বিপিএল এর ফাইনাল খেলা দেখেছেন। ম্যাচ শেষে নেচে গেয়ে উদযাপন করেছেন কুমিল্লার ক্রিকেট প্রেমীরা। এক সমর্থক বলেন, ‘আমরা খুব খুশি। আনন্দে পাগল হয়ে যেতে ইচ্ছে করছে।’
 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code