সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৩ মার্চ ২০২২ : বাংলা সাহিত্যের উজ্জ্বল জ্যোতিষ্ক বিমল মিত্রের অন্যতম সেরা সৃষ্টি ‘কড়ি দিয়ে কিনলাম’। বিংশ শতাব্দীর গ্রেট ডিপ্রেশন তথা অর্থনৈতিক মন্দার যুগে বাঙালির আর্থসামাজিক অবস্থা ও সংসার-আদর্শের দ্বন্দ্বের প্রেক্ষাপটে রচিত সুবৃহৎ এক উপন্যাস।
প্রাক স্বাধীন ভারতের প্রেক্ষাপটে রচিত এই আখ্যানের রাষ্ট্রনৈতিক আর সামাজিক ঘূর্ণাবর্তের মধ্যবিন্দু দীপঙ্কর। যার মাঝে নেই অর্থ ও ক্ষমতার লিপ্সা, বরং ঘটেছে সহমর্মিতা, তীব্র আদর্শবোধ, ন্যায়পরায়ণতা ও চারিত্রিক দৃঢ়তার এক অপূর্ব সম্মিলন। জীবনের ঘাত-প্রতিঘাত, পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে সেও একদা চায় কড়ি দিয়ে সুখ কিনতে। শূণ্য থেকে পৌঁছায় শিখরে। আজীবন ‘কড়ি দিয়ে কি সব কেনা যায়’-প্রশ্নের উত্তর খুঁজে ফেরা দীপঙ্কর অবশেষে একদিন পৌঁছায় সিদ্ধান্তে।
এছাড়াও উপন্যাসের কাঠামো রচনায় অঘোরদাদু, কিরণ, সতী, লক্ষী, নির্মলপালিত, ছিটে-ফোঁটা, ঘোষাল সাহেব, গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রতিটি চরিত্রই।
আধুনিক যুগ ও জীবনের মহাকাব্যিক আখ্যানটি ‘সেই লেখকের সেই লেখা’ অফারে এখন পাচ্ছেন ২৫% ছাড়ে।
👉 অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন: https://pbs.com.bd/book/2202063/kari-diye-kinlam-(vol.-1-and-2-together)
☎️ হটলাইনে অর্ডার করতে: 01313770770 ; 01790331133
⏳ ডেলিভারি খরচ: ৫০ টাকা ; ডেলিভারি সময়: ঢাকায় ৪৮ ঘণ্টা ; ঢাকার বাইরে ৭২ ঘণ্টা
🏪 ঠিকানা: ৪৩, শিল্পাচার্য জয়নুল আবেদিন সড়ক, শান্তিনগর, ঢাকা ১২১৭
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D