বঙ্গোপসাগরে জাহাজডুবি : সব নাবিককে উদ্ধার

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২

বঙ্গোপসাগরে জাহাজডুবি : সব নাবিককে উদ্ধার

Manual7 Ad Code

চট্টগ্রাম, ১৬ এপ্রিল ২০২২ : বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটারেজ জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ থাকা সব নাবিককে নৌবাহিনী ও কোস্টগার্ডের তৎপরতায় নিরাপদে উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল ২০২২) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম।
তিনি বলেন, নোয়াখালীর ভাসানচরের অদূরে সজল তন্ময় নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গিয়েছিল। জাহাজটিতে ১১ জন নাবিক ছিল। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নাবিকদের ঢাকাগামী বিভিন্ন জাহাজে তুলে দেওয়া হয়েছে।
ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, জাহাজটি ডুবে যাওয়ার ঘটনার পর নৌবাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়া লাইটারেজে থাকা ক্রুদের উদ্ধারে অভিযানে নামে। কী কারণে জাহাজাটি ডুবে গেছে সেটি প্রাথমিক জানা যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সেলিম বলেন, লাইটারেজ জাহাজটি ভাসানচরের অদূরে ডুবে যায়। এটি কয়লাবোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কোস্টগার্ড ও নৌবাহিনীর তৎপরতায় জাহাজটিতে থাকা লোকজনকে উদ্ধার করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual8 Ad Code