সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, মে ১৪, ২০২২
যুগ-যুগান্তর ধরে
তোমার মনোহারি রূপদর্শনে
অগণন ভ্রমণকারী’র নয়ন-মনে
থাকো, নিরূপম আলেখ্য হয়ে।
তোমার হৃদয় হতে উৎসারিত
কুঁড়িপাতার নির্যাস,
জগৎজুড়ে তৃষ্ণা মেটায় পিয়াসি’র।
তোমার চারশো পঁচিশ বর্গকিলোমিটার অবয়ব
যেনো সারসংক্ষেপ পৃথিবী’র।
তুমিই বিশ্ব-
তুমি ভালো থেকো,
রূপে-রসে-সৌন্দর্যে
অনন্য হয়ে।
তোমার মাটি-জল-হাওয়ায়
নতুন প্রজন্ম- বেড়ে ওঠছে যারা,
যারা জন্মেনি এখনো- আগামী প্রজন্ম;
তারা হিতৈষী হো’ক- সমগ্র সৃষ্টি’র জন্য।
সুখী হো’ক- অন্যের সুখানন্দে,
হো’ক বিশ্বনাগরিক- জ্ঞানে ও কর্মে
বিস্ময় তুমি আগামী’র স্বপ্নে।
তোমার সবুজ-শ্যামল উর্বর গ্রামগুলো
অনাবিল শান্তি’র নিবাসে
অনাবাদে পড়ে থাকা, পরিত্যক্ত স্থানগুলো
ভরে ওঠুক ফুলে-ফলে, গার্হস্থ্য প্রাণিতে
বাগান হো’ক, খামার হো’ক,
কর্মে মত্ত হো’ক- আলস্যে ডুবে থাকা
ইচ্ছে-বেকার সকলে।
সুমতি হো’ক-
বিকারগ্রস্ত কতিপয় কুজনের,
নিবৃত্ত হো’ক অপহারীরা, যারা
নরম দানাদার আবরণ ছিন্ন করে’
ক্ষত সৃষ্টি ক’রে তোমার পবিত্র শরীরে।
তোমাকে শুশ্রূষার কর্তব্য যাদের-
হো’ক অটল মনোবল তাদের।
তোমার অপার বৈচিত্র্যের অতল সৌন্দর্যে
ধারণ করছো, কতো অজ্ঞাত-অশ্রুতজনকে
নিরবধি-
তোমার অকৃপণ সুমহান অঙ্গে-
গ্রহণ করছো কতো জন্ম,
বরণ করছো কতো মৃত্যু,
বহন করছো কতো নৃ-পরিচয়;
ধর্ম-বর্ণ নির্বিশেষে
অভিন্ন সম্ভ্রম দিয়ে,
সার্বজনীন শ্রীমঙ্গল,
ভালো থেকো তুমি-
সর্বজনীন হয়ে।
১৪ মে ২০২২
ময়মনসিংহ
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D