সমাজসেবায় বিশেষ অবদানের জন্য নজরুল স্মৃতি সম্মাননা পেলেন সাবেক চেয়ারম্যান আফজল হক

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, মে ২৮, ২০২২

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য নজরুল স্মৃতি সম্মাননা পেলেন সাবেক চেয়ারম্যান আফজল হক

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৮ মে ২০২২ : সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা ২০২২ পেয়েছেন উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজল হক।
শনিবার (২৮ মে ২০২২) শনিবার বিকাল ৫টায়, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন ঢাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর-১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর প্রধান অতিথিসহ ২১ গুণী ব্যক্তিকে মুক্তিযুদ্ধ, সমাজসেবা, সাংবাদিকতা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা-২০২২ প্রদান করা হয়।

Manual4 Ad Code

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও বীর মুক্তিযুদ্ধা মীর হাসমত আলী।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসাবে পুলিশের সাবেক ডিআইজি ও বীর মুক্তিযুদ্ধা মোঃ আনোয়ার হোসেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল ইসলাম হারুন, নরসিংদী মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম ফারুক, সিআইডির সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাজাহান শেখ পিপিএম, চন্দম ড্যান্স একাডেমির সাবেক অধ্যক্ষ এবং কলকাতার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মেহবুব হাসান, দিনাজপুর চেম্বারস অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি জান্নাতুস সাফা শাহিনুর, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম, দৈনিক খোলা কাগজের পাবনা জেলা প্রতিনিধি, লেখক বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্র্মী আবদুল জব্বার প্রমুখ।

সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউন্ডেশনের সভাপতি এ টি এম মমতাজুল করিম।

Manual2 Ad Code

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী বলেন, ‘স্বাধীন দেশকে তলাবিহীন বানানোর অপচেষ্টা করা হচ্ছে।’

তিনি প্রশ্ন রেখে আরও বলেন, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাক্ষরিত ৭২’এর সংবিধান আজ কোথায়?
তিনি বলেন, বিভিন্ন অপশক্তি ও ষড়যন্ত্র মোকাবেলায় সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে হলে স্বাধীনতার পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে।

Manual6 Ad Code

উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজল হক এক প্রতিক্রিয়ায় সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এ সম্মাননা প্রাপ্তিতে সমগ্র উপজেলাবাসী ও শ্রীমঙ্গল উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code