সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জুন ৪, ২০২২
ঢাকা, ০৪ জুন ২০২২ : কথাসাহিত্য কেন্দ্রের উদ্যোগে শনিবার সকালে পল্টন টাওয়ারস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর পাঠাগারে গল্পপাঠ ও মনোজ্ঞ আড্ডা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন প্রখ্যাত কথাসাহিত্যিক ইউসুফ শরীফ।
উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক রুহুল আমিন বাচ্চু, রবীন্দ্র গবেষক- কথাসাহিত্যিক ড. মুহাম্মদ জমির হোসেন, গল্পকার রানা জামান, কবি-গল্পকার শাফাত শফিক, কবি-গল্পকার কামরুল আলম সিদ্দিকী, গল্পকার-কবি রুহুল গনি জ্যোতি, কবি-প্রাবন্ধিক মুহাম্মদ আবদুল বাতেন, কবি-ছড়াকার এম আর মনজু, কবি-ছড়াকার সাঈদ আহমদ খান, কবি-গল্পকার জুনান নাশিত, কথাশিল্পী মাহমুদা আকতার, গল্পকার মাহফুজা আক্তার এবং রাজিবুল আনাম।
অনুষ্ঠানে স্বরচিত ছোটগল্প পাঠ করেন রুহুল আমিন বাচ্চু, ড. মুহাম্মদ জমির হোসেন, রুহুল গনি জ্যোতি, জুনান নাশিত, মাহমুদা আকতার এবং স্মৃতিকথা থেকে পাঠ করে শোনান এম আর মনজু।
এছাড়া, মাহফুজা আক্তার ইংরেজিতে রচিত তার গল্প থেকে পাঠ করেন। পরবর্তীতে উপস্থিত সাহিত্যিকগণ পঠিত গল্প নিয়ে আলোচনা করেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D