সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জুন ৮, ২০২২
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৮ জুন ২০২২ : বিএম কন্টেইনার বিস্ফোরনে হতাহতদের দেখতে গিয়ে চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকীসহ তার সহকর্মীরা হামলার শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি এক বিবৃতিতে বলেন, সিতাকুন্ডে ব্যক্তিমালিকানাধীন টার্মিনাল বিস্ফোরণে দমকল সদস্যসহ ৪৯ জন মানুষের প্রাণহানী ও চারশতাধিক মানুষ আহত হয়েছেন। দেশবাসী এই মর্মান্তিক ঘটনায় শোকাবিভুত। হতাহত এই মানুষগুলোর পাশে দাড়ানো ও তাদের সমবেদনা দেখানো নাগরিক হিসেবে সকলের মানবিক কর্তব্য। এই ধরণের কর্মসূচিতে হামলা করা কোন বিবেকবান পক্ষের কর্ম হতে পারে না। এটি গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্থ করে।
বিবৃতিতে নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িত দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
তাঁরা জুনায়েদ সাকীসহ গণসংহতি আন্দোলনের আহত নেতা ও কর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D