প্রয়াত নাট্যকর্মী মলয় কুমার রায় ও মৌসুমী নাগের স্মরণে নাগরিক শোকসভা

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জুন ১৭, ২০২২

প্রয়াত নাট্যকর্মী মলয় কুমার রায় ও মৌসুমী নাগের স্মরণে নাগরিক শোকসভা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৭ জুন ২০২২ :: শ্রীমঙ্গলের জননন্দিত দুই কৃর্তিমান নাট্যকর্মী মলয় কুমার রায় ভানু ও মৌসুমী নাগ মৌ-এর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুন ২০২২) বিকেলে শহরের মৌলভীবাজার রোডস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘আমরা সংস্কৃতজন’-এর উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

বৈরী আবহাওয়া বৃষ্টির মধ্যেই প্রয়াত নাট্যজনদের শ্রদ্ধা নিবেদন ও তাঁদের সম্পর্কে স্মৃতিচারণ করতে ছুটে আসেন শ্রীমঙ্গলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাংস্কৃতিক অঙ্গনের সংস্কৃতজনেরা।

সংগঠনের সদস্য অনিক ভট্টাচার্য সাজু’র সঞ্চালনায় ও “আমরা সংস্কৃতজন’-এর সমন্বয়কারী মোঃ আশরাফী আজম ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় স্বাগত বক্তব্য দেন অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী।

অনুষ্ঠানের শুরুতেই নাট্যজন মৌসুমী নাগ মৌ ও মলয় কুমার রায় ভানু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং প্রদীপ প্রজ্বলন করা হয়। পরে প্রয়াতদের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়।

স্মৃতিচারণ করে বক্তব্য দেন শ্রীমঙ্গল থিয়েটারের সভাপতি আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন রুমি, উদীচী শিল্পীগোষ্ঠী শ্রীমঙ্গল শাখার সভাপতি নীলকান্ত দেব, সারগাম সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ বুলবুল আনাম, অনুশীলন চক্রের সাধারণ সম্পাদক মোঃ কাওছার ইকবাল, আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজা, অধ্যাপক ও কবি অবিনাশ আচার্য্য, উদীচী শিল্পীগোষ্ঠী শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রায় বিষু, শ্রীমঙ্গল থিয়েটারের সাবেক সদস্য সচিব কামরুল হাসান দোলন, সঙ্গীত শিল্পী উজ্জ্বল আচার্য্য, উচ্ছাস থিয়েটারের সাধারণ সম্পাদক নিতেশ সূত্রধর, ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, ধ্রুম থিয়েটারের সদস্যসচিব বাবলু রায়, বনফুল নাট্যগোষ্ঠীর সভাপতি কাজী কামরুল ইসলাম বাবুল, আবৃত্তিকার দেবাশীষ ধর পার্থ, সাংবাদিক এস. কে. দাশ সুমন, দেশ থিয়েটারের সাধারণ সম্পাদক শ্যামল আচার্য্য ও সাংবাদিক বিকুল চক্রবর্তী প্রমুখ।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী সাজু দেবের নৃত্যাঙ্গন ও নৃত্যশিল্পী দ্বীপ দত্ত আকাশের নৃত্যালয়ের নৃত্যশিল্পীরা।

Manual1 Ad Code

সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা সূত্রধর, উজ্জ্বল আচার্য্য, শেলী সূত্রধর, করুনাময় দাশ মৃত্যুঞ্জয়, দেবযানী ধর তুলি, সুধেন্দু ভট্টাচার্য, তারেক ইকবাল চৌধুরী।

Manual6 Ad Code

আবৃত্তি করেন আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজা।

বাঁশির করুণ সুরে পুরো আনুষ্ঠানের আবহ ধরে রাখেন ঝলক দেব।

প্রয়াত নাট্যজন মলয় কুমার রায় ভানু’র উদ্দেশ্যে শোকাঞ্জলি পাঠ করেন আবৃত্তিকার বিকাশ দাশ বাপ্পন ও প্রয়াত নাট্যজন মৌসুমী নাগ মৌ-এর উদ্দেশ্যে শোকাঞ্জলি পাঠ করেন বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কৌশিক ভট্টাচার্য। পরে প্রয়াত নাট্যজনদের পরিবারবর্গের হাতে শোকাঞ্জলি ও ছবি তুলে দেওয়া হয়।

স্বরণসভায় বক্তারা জননন্দিত দুই কৃর্তিমান নাট্যজনদের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে তাদের কর্ম, সংস্কৃতী প্রেম ও মানবিক গুণাবলী তুলে ধরেন যা এই অঙ্গনে একটি বিশাল শূন্যতার সৃষ্টি করবে বলে অভিমত ব্যক্ত করেন।

Manual4 Ad Code

অনুষ্ঠান আয়োজন ও পরিচালনা কমিটিতে ছিলেন দেশ থিয়েটারের সাধারণ সম্পাদক শ্যামল আচার্য্য, আবৃত্তিকার বিকাশ বাপ্পন, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কৌশিক ভট্টাচার্য, উদীচী শিল্পীগোষ্ঠী শ্রীমঙ্গল উপজেলা শাখার নাট্য বিষয়ক সম্পাদক অনিক ভট্টাচার্য সাজু, উদীচী জাতীয় পরিষদ সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মৃণাল কান্তি দেব নন্দ। এছাড়াও সহযোগিতা করেছেন তবলাবাদক আনন্দ শংকর চৌধুরী, নাট্যকর্মী শিমুল দাশ, নাট্যকর্মী বাবলু রায় প্রমুখ।

“আমরা সংস্কৃতজন’-এর সমন্বয়কারী ও অনুষ্ঠানের সভাপতি মোঃ আশরাফী আজম ঠাকুর তাঁর সমাপনী বক্তব্যে স্মরণসভায় আগত সকল সংস্কৃতিজনদের ধন্যবাদ জানান। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আগত সংস্কৃতিজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও এই অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্ট অনুষ্ঠান পরিচালনা পরিষদ সহ সকলের প্রতি ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code