বানভাসি মানুষের পাশে সবাইকে দাঁড়ানোর আহবান ওয়ার্কার্স পার্টির

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০২২

বানভাসি মানুষের পাশে সবাইকে দাঁড়ানোর আহবান ওয়ার্কার্স পার্টির

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি | ১৮ জুন ২০২২ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি এক বিবৃতিতে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, শেরপুর, লালমনিরহাট জেলায় ভয়াবহ বন্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বানভাসি মানুষের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানিয়েছেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, বন্যায় দুর্গত মানুষেরা আজ অবর্ণনীয় কষ্টের মধ্যে আছেন। সরকার, প্রশাসন, সেনা বাহিনীসহ বিভিন্ন সংগঠন এগিয়ে এলেও বন্যার্ত মানুষগুলোর জন্য আশ্রয়, খাবার, ঔষুধে ব্যবস্থা আরো বৃদ্ধি করতে হবে।
নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ দুর্যোগপ্রবন দেশ যেমন, তেমনি বর্ষাকালে বন্যা আসতে পারে, তার যে পূর্ব প্রস্তুতি তা সরকারের প্রয়োজন ছিল। সিলেট, সুনামগঞ্জের হাওড়গুলোর বাঁধ যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে বাঁধ ভেঙ্গে মানুষের অবস্থা হয়েছে ভয়াবহ।
নেতৃবৃন্দ দুর্গত-ক্ষতিগ্রস্থ মানুষকে রান্না করা খাবার, শুকনো খাবার, পানি ও জীবন রক্ষাকারি ঔষুধের জন্য সরকারের প্রতি আহবান জানান।
বন্যা আরো বিস্তৃত ও ভয়াবহ রূপ নিতে পারে। তাই সমাজের বিত্তবান মানুষকে এই দুর্যোগে তাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code