সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২২
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২০ জুন ২০২২ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ত্রাণ-চিকিৎসা উপকমিটির এক সভা কমিটির ইনচার্জ ও পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে আজ সোমবার (২০ জুন ২০২২) দুপুর ১২টায় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় উদ্বেগ প্রকাশ করে বলেন, আজ দেশের সকল মানুষকে দল-মত নির্বিশেষে দুর্গতদের পাশে দাড়াতে হবে। ইতিমধ্যে সরকারি- বেসরকারি, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ের যে ত্রাণ তৎপরতা চলছে তা পর্যাপ্ত নয়। ভয়াবহ এ বন্যায় গবাদিপশুসহ জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত মানুষ আজ এতটা অসহায় হয়ে পড়েছে যে খড়খুড়ো ধরে বাচার চেষ্টা করছে। বানভাসি সকলের কাছে আজ রান্না খাবার, শুকনো খাবার, পানি ও জীবন রক্ষাকারি ঔষধ পৌঁছাতে হবে।
সভা থেকে নেতৃবৃন্দ পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানান। পার্টির যে যেখানে আছেন সেখান থেকেই যেনো ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ায়।
নেতৃবৃন্দ ওয়ার্কার্স পার্টির ত্রাণ-চিকিৎসা কার্যক্রমে সহযোগিতার জন্য সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের প্রতি উদ্বাত্ত আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান ও কমরেড মোস্তফা আলমগীর রতন।
সভার সিদ্ধান্ত :
ত্রাণ ও চিকিৎসা কমিটির দাপ্তরিক দায়িত্ব পালন করবেন কমরেড মোস্তফা আলমগীর রতন মোবাইল : ০১৭১৫১৫৫৩৮৭, ০১৮৪৩৯২৩৬৬৯।
সহায়তা পাঠানোর বিকাশ নাম্বার : ০১৭১৪১১০৬৪১, ০১৭১০৯০৮৩৪১
সিলেট-সুনামগঞ্জসহ দেশের বন্যা দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে জরুরীভাবে ত্রাণকাজের তৎপরতা শুরু করেছে।
অাপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতায় পাশে দাঁড়ান।
মৌলভীবাজারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা শাখার পক্ষে ত্রাণ ও চিকিৎসা সহায়তা কমিটির দাপ্তরিক দায়িত্ব পালন করবেন সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৈয়দ অামিরুজ্জামান,
মোবাইল : ০১৭১৬-৫৯৯৫৮৯
সহায়তা পাঠানোর বিকাশ নাম্বার : 01716599589 (পার্সোনাল)।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D