আগামী ২৭ জুলাই শ্রীমঙ্গলে ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচন: ৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২২

আগামী ২৭ জুলাই শ্রীমঙ্গলে ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচন: ৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৮ জুন ২০২২ : আগামী ২৭ জুলাই শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পদের উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ছয়জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, কালিঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কেশব বারই, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক পরিমল দাশ, ৩ নম্বর পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সোহেল কানু, ও জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক মোহাম্মদ লিটন আহমেদ।

Manual5 Ad Code

মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আজ মঙ্গলবার (২৮ জুন ২০২২) বিকেলে মৌলভীবাজার জেলার নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন রিটার্নিং অফিসার মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আগামী ২৭ জুলাই এই উপ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলো কেন্দ্রেই ভোট গ্রহণ করা হবে ইভিএম পদ্ধতিতে।

এনাম হোসেন চৌধুরী মামুন উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী – অারপি নিউজ ফটো। 

Manual3 Ad Code

উল্লেখ্য যে, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা গত বছরের ৯ সেপ্টেম্বর পদত্যাগ করায় পদটি শূন্য হয়।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code