সংসদে ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা সাব-কমিটি’র প্রথম সভা

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২২

সংসদে ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা সাব-কমিটি’র প্রথম সভা

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৮ জুন ২০২২ : ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনাসাব-কমিটি’র প্রথম সভা জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

আজ মঙ্গলবার (২৮ জুন ২০২২) ইউএনএফপিএ-এর কারিগরি সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন ”Strengthening Parliament’s Capacity in integration of Population and Development issues (SPCPD) শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত সংসদীয় এ সাব-কমিটি’র প্রথম সভা আ. স. ম ফিরোজ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

বৈঠকে সাব-কমিটির সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, শহীদুজ্জামান সরকার এমপি, মোঃ শামসুল হক টুকু এমপি এবং নাসরিন জাহান রত্না এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা সাব-কমিটি’র আওতায় ২০১৭-২০২১ সাল পর্যন্ত বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী করণীয়, ইউএনএফপিএ’র ১০ম কান্ট্রি প্রোগ্রামের (২০২২-২০২৬) আওতায় প্রণীত এসপিসিপিডি প্রকল্পে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা এবং মাতৃস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক গৃহীত কার্যক্রম ও মাতৃস্বাস্থ্য সেবা কার্যক্রম জোরদারকরণ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়।

কমিটি বাল্যবিবাহ প্রতিরোধ চর ও দুর্গম অঞ্চলের স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে জনসচেতনতামূলক অনুষ্ঠান নিয়মিতভাবে করার সুপারিশ করে।

বৈঠকে বাল্যবিবাহ বন্ধে জাতীয় কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন, ইতিবাচক সামাজিক মূল্যবোধ জাগ্রত করাসহ নির্ধারিত ০৫টি কৌশল বাস্তবায়নের জন্য পরামর্শ প্রদান করেন।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব স্বপন বড়াল, প্রকল্প পরিচালক যুগ্ম সচিব এমএ কামাল বিল্লাহ, ইউএনএফপিএ’র টেকনিক্যাল অফিসার খন্দকার জাকিউর রহমানসহ প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সভায় নিন্মোক্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রচলিত আইনের প্রয়োগ জোরদার করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার মহোদয়ের মত দেশের অগ্রসর নারীদের বিভিন্ন বার্তা মিডিয়াতে নিয়মিত বিরতিতে প্রচার করা যেতে পারে।

বাল্যবিবাহকে অনুৎসাহিত করার লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে ইসলামী ফাউন্ডেশন বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code