সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০২২
ঢাকা, ২৯ জুন ২০২২ : পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পেশাগত বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আজ বুধবার (২৯ জুন ২০২২) বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (বাআবিকফ) এর আহবানে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের সভাপতি শাহ আলম সুরুকের সভাপতিত্বে ও সিকৃবি কর্মচারী পরিষদের সহ-সভাপতি মো. আতাউর রহমানের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে এ সময় বক্তব্য দেন কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক অরুণ বাহাদুর লামা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিরু, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ চন্দ্র ঘোষ, সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম, মহিলা সম্পাদিকা ফাতেমা বেগম, ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক জুয়েল সিকদার, সদস্য জয়নাল আবেদীন, শরিফ হোসেন, নুরে আলম, সাইফুল ইসলাম, অলিয়ার রহমান, সামছুল ইসলাম, শফিকুল ইসলাম রাজু, সৈয়দ একরামুল, সাইদুল ইসলাম, মাইনউদ্দিন রাসেল, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান ও রফিকুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, কর্মচারীদের বৈষম্য দূরীকরণ ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত ইউজিসি প্রণীত অভিন্ন নীতিমালা অবিলম্বে প্রত্যাহার বা সংশোধন করতে হবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D