সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জুন ৩০, ২০২২
কুটনৈতিক প্রতিবেদক | হংকং, ৩০ জুন ২০২২ : ‘এক দেশ, দুই ব্যবস্থা’র শক্তিশালী প্রাণশক্তি রয়েছে। এই নীতি হংকংয়ের দীর্ঘমেয়াদী সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে এবং হংকংবাসীর জন্য এটি কল্যাণকর। এই নীতি মেনে চললে হংকংয়ের ভবিষ্যত আরও উজ্জ্বল হবে এবং হংকং চীনা জাতির মহান পুনরুত্থানে নতুন ও বৃহত্তর অবদান রাখতে সক্ষম হবে। তিনি আজ বৃহস্পতিবার (৩০ জুন ২০২২) বিকেলে হংকং দ্রুতগতির রেলের পশ্চিম কাউলুন স্টেশনে তাঁর সম্মানে আয়োজিত এক স্বাগত-অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এ সব কথা বলেন।
শি জিন পিং বলেন, চলতি বছরের পহেলা জুলাই হংকংয়ের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের ২৫তম বার্ষিকী। সারা চীনের বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকেরা হংকংয়ের সাথে এই আনন্দের মুহূর্তটি উদযাপন করবেন।
তিনি বলেন: “আমি শেষবার হংকংয়ে আসি ৫ বছর আগে। গত ৫ বছরে আমি সবসময় হংকং-এর ওপর নজর রেখেছি। আমার হৃদয় ও কেন্দ্রীয় সরকারের মনোযোগ সবসময় হংকং-এর সাথে আছে।”
শি জিন পিং আরও বলেন, নিকট অতীতে হংকংকে অনেক ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে; অনেক কঠিন পরীক্ষা দিতে হয়েছে। কিন্তু সকল কঠিন পরীক্ষায় হংকং উত্তীর্ণ হয়েছে এবং চ্যালেঞ্জ মোকাবিলায় প্রবল প্রাণশক্তির পরিচয় দিয়েছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D