সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৯ জুলাই ২০২২ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি দেশবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
আজ শনিবার (৯ জুলাই ২০২২) এক বিবৃতিতে তাঁরা বলেন, মহান ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদ-উল আযহা। এই উৎসবের মর্মবাণী হলো মানুষের কল্যাণে নিজকে উৎসর্গ করা।
নেতৃদ্বয় পবিত্র ঈদ-উল আযহা দেশবাসীর জন্য শান্তি সমৃদ্ধি বয়ে আনুক। এই ঈদ যাতে সকলে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে পালন করতে পারে তা কামনা করেন।
সৈয়দ অামিরুজ্জামানের ঈদ শুভেচ্ছা
দেশবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান বলেন, “পবিত্র ঈদ-উল আযহা মানে ত্যাগ অার আনন্দ। আসুন পবিত্র ঈদ-উল আযহার ত্যাগ অার আনন্দ সবাই ভাগাভাগি করে নেই। যে যার অবস্থান থেকে পবিত্র ঈদ-উল আযহার মহীমায় উজ্জীবিত হয়ে বন্যাদুর্গত এলাকার দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াই। মানুষের বৃহত্তর কল্যাণে অসাম্প্রদায়িক ও সমতার সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে আত্ননিয়োগ করি।“
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি