ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্র্যাভোর অনন্য রেকর্ড

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২২

ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্র্যাভোর অনন্য রেকর্ড

Manual6 Ad Code

লন্ডন (যুক্তরাজ্য), ১২ আগস্ট ২০২২ : বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬’শ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্র্যাভো।
গতরাতে লন্ডনের কেনিংটন ওভালে দ্য হান্ড্রেড ক্রিকেটের দ্বিতীয় আসরের নবম ম্যাচে ওভাল ইনভিন্সিবলসের বিপক্ষে ২০ বল করে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন ব্র্যাভো। ফলে প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬’শ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ব্র্যাভো।
৬’শ উইকেট শিকার করতে ৫৪৫টি ম্যাচ খেলতে হয়েছে ব্র্যাভোকে। ব্র্যাভোর পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী আফগানিস্তানের স্পিনার রশিদের খান। ৩৩৮ ম্যাচে ৪৬৬ উইকেট আছে রশিদের। তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন। ৪২১ ম্যাচে ৪৫৭ উইকেট নিয়েছেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ