কমরেড মাও জে দং-এর ৪৬তম মৃত্যুদিবস উপলক্ষে জনগণতন্ত্র: তত্ত্ব ও প্রয়োগ শীর্ষক আলোচনাসভা কাল

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

কমরেড মাও জে দং-এর ৪৬তম মৃত্যুদিবস উপলক্ষে জনগণতন্ত্র: তত্ত্ব ও প্রয়োগ শীর্ষক আলোচনাসভা কাল

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৮ সেপ্টেম্বর ২০২২ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মতাদর্শ ও প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে চীন বিপ্লবের মহানায়ক কমরেড মাও জে দং-এর ৪৬তম মৃত্যুদিবস উপলক্ষে “জনগণতন্ত্র: তত্ত্ব ও প্রয়োগ” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পুর্তি উপলক্ষে বছরব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর ২০২২) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে (দোতলায়) এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি। আলোচনায় অংশ নেবেন সমাজ গবেষক শামসুল হুদা। আলোচনা সভায় মূলপত্র উত্থাপন করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শরীফ শমশির।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য, মতাদর্শ ও প্রশিক্ষণ বিভাগের প্রধান ড. সুশান্ত দাস।

এ সংক্রান্ত আরও সংবাদ