বিশ্রাম ভেঙ্গে অনুশীলনে বাংলাদেশের নারীরা

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

বিশ্রাম ভেঙ্গে অনুশীলনে বাংলাদেশের নারীরা

কাঠমান্ডু (নেপাল), ০৮ সেপ্টেম্বর ২০২২ : আগের দিন বুধবার মালদ্বীপের বিপক্ষে ম্যাচ খেলায় আজ কোন অনুশীলন হওয়ার কথা ছিলনা নেপাল সফররত বাংলাদেশ নারী ফুটবল দলের। মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলে জয়লাভ করা মেয়েদের আজ বিশ্রামে রাখার ঘোষণা দিয়েছিলেন দলের প্রধান কোচ গোলাম রবাবানী ছোটন। কিন্তু শেষ পর্যন্ত বিশ্রামে যায়নি বাংলাদেশ নারী দল। আজ সকাল নয়টায় আর্মড পুলিশ মাঠে পরিপুর্ন অনুশীলন করেছে দলটি। হঠাৎ এই সিদ্ধান্ত পরিবর্তনের কারণ জানা গেল অনুশীলন স্থলে গিয়ে।
একটি সুত্র জানায়, মালদ্বীপের বিপক্ষে গতকালের জয়টি প্রত্যাশা অনুযায়ী হয়নি বাংলাদেশের ম্যানেজমেন্টের। আরও বড় ব্যবধানে জেতা উচিত ছিল বলেই মনে করেন টিম ম্যানেজমেন্ট। তাই সকাল সকাল অনুশীলনের এই আয়োজন।
সুত্রটি জানায়, সাফ অনূর্ধ্ব-১৭ বালক ফুটবল দলের সঙ্গে শ্রীলংকা সফরে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। কলম্বোয় থাকলেও মেয়েদের এমন জয়ের খবরে খুব একটা খুশী হতে পারেননি তিনি। তাই ম্যাচের পরদিন সকালেই মেয়েদের অনুশীলনে যাবার নির্দেশ দিয়েছেন তিনি ও টিম ম্যানেজমেন্ট। কারন একটাই,পাকিস্তানের বিপক্ষে আগামী ম্যাচে বড় ব্যবধানে জয় পেতে হবে সাবিনাদের।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের এ-গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। বি-গ্রুপে আছে স্বাগতিক নেপাল, শ্রীলংকা ও ভুটান। ভারত নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ৩-০ গোলে। মালদ্বীপের বিপক্ষে একই ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আরও দুয়েকটি গোল বেশী দিতে পারলে গোল ব্যবধানে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারতো বাংলাদেশের মেয়েরা।
এ-গ্রুপের রানার্সআপ হলে বি-গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন শক্তিশালী নেপালের মোকাবেলা করতে হবে লাল সবুজের মেয়েদের। তাই গোল ব্যবধান বাড়ানোর জন্য মালদ্বীপ ও পাকিস্তানকেই বেছে নিয়েছিলেন পল স্মলি। কিন্তু প্রথম ম্যাচে তা করতে পারেনি দল। এখন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করতে পারলে গ্রুপ পর্বে ভারতের সঙ্গে ড্র করলেও গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে বাংলাদেশ। তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বড় জয়ের প্রত্যাশা ছিল স্মলির।
তবে এটি নিয়ে চাপে নেই বলে জানিয়েছেন খোদ অধিনায়ক সাবিনা। তিনি বলেন,‘পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানেই জিততে হবে, এমন কোন চাপ নেই আমাদের। তবে আমাদের জিততে হবে এটাই জানি।’
সাফ চ্যাম্পিয়নশিপে কখনোই পাকিস্তানের মোকাবেলা করেনি বাংলাদেশ। ২০১০ সালে ঢাকা সাউথ এশিয়ান গেমসে মেয়েদের ফুটবলে সফরকারীদের ২-০ গোলে হারিয়েছিল স্বাগতিকরা। সাবিনা বলেন,‘ আমরা গতকাল ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলা দেখেছি । পরের ম্যাচে বড় ব্যবধানে তাদের হারানো সম্ভব।’

 

এ সংক্রান্ত আরও সংবাদ