শুরু হচ্ছে আন্তঃজেলা অ-১৫ কারাতে প্রতিযোগিতা

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২২

শুরু হচ্ছে আন্তঃজেলা অ-১৫ কারাতে প্রতিযোগিতা

Manual8 Ad Code

ক্রীড়া প্রতিবেদক | ঢাকা, ২০ অক্টোবর ২০২২ : বংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং রূপায়ন সিটির পৃষ্ঠাপোষকতায় আগামীকাল ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স জিমনেসিয়ামে শুরু হচ্ছে শেখ রাসেল অনুর্ধ্ব-১৫ আন্ত:জেলা নারী কারাতে প্রতিযোগিতা।
শুক্রবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মো: মোজাম্মেল হক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রূপায়ন গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব:) পি জে উল্লাহ পিএসসি, বিএন ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান।
প্রতিযোগিতা উপলক্ষে আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর ২০২২) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন বিস্তারিত তুলে ধরা হয়।
প্রতিযোগিতায় ৬টি ক্যাটাগরিতে দেশের ১৯টি জেলার মোট ১৫২ জন নারী কারাতেকা অংশগ্রহন করবে। প্রতিটি ক্যাটাগরিতেই একটি স্বর্ন, একটি রৌপ্য ও দুটি করে ব্রোঞ্জ পদক দেয়া হবে। এছাড়া দলগতভাবে দেয়া হবে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি।
আগামী শনিবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন রূপায়ন গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code