সাফ জয়ী রুপনা চাকমার জন্যে ঘর নির্মাণ কাজ শুরু

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২

সাফ জয়ী রুপনা চাকমার জন্যে ঘর নির্মাণ কাজ শুরু

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | রাঙ্গামাটি, ০৩ নভেম্বর ২০২২ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সাফ জয়ী সেরা গোলরক্ষক রুপনা চাকমার নতুন ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর ২০২২) দুপুরে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভূঁইয়াদাম এলাকায় রূপনা চাকমার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয় বলে নিশ্চিত করেছেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান।
এ বিষয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান আরো বলেন, অনুমোদিত ড্রয়িং ও বাজেট অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুরের দিকে রুপনা চাকমার ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। অতি দ্রুততার সাথে মানসম্পন্ন বাড়ি নির্মাণ কাজ সম্পন্ন হয় তার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী আবদুল মাজিদ বলেন, ঘরের কাজ আগামী দুই মাসের মধ্যেই সম্পন্ন করা হবে। ঘর নির্মাণ বাবদ ১০ লাখ ৬৭ হাজার ৪৫৫ টাকা ব্যয় হবে বলে জানান তিনি।
সাফ জয়ের পর রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ঋতুপর্ণা চাকমা ও রুপনা চাকমার বাড়িতে শুভেচ্ছা জানাতে গেলে সাফ জয়ী রুপনা চাকমার জরাজীর্ণ বাড়ির ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। তিনি তখন রুপনা চাকমার পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নতুন ঘরের নির্মাণ কাজ শুরু হওয়ায় রুপনা চাকমার পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code