মত প্রকাশের অধিকার নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের বিশেষ ওয়েবিনার কাল

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২

মত প্রকাশের অধিকার নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের বিশেষ ওয়েবিনার কাল

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১১ ডিসেম্বর ২০২২ : বাংলাদেশে মত প্রকাশের অধিকার : কতটুকু? কার জন্য? শীর্ষক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ’-এর বিশেষ ওয়েবিনার অায়োজন করা হয়েছে কাল।

Manual6 Ad Code

বাংলাদেশে মত প্রকাশের অধিকার : কতটুকু? কার জন্য? শীর্ষক প্রবন্ধ উপস্থাপনা করবেন :
ড. সাইমুম পারভেজ, পোস্ট-ডক্টরাল ফেলো, ফ্রাই ইউনিভার্সিটি ব্রাসেলস; সাবেক শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Manual1 Ad Code

আলোচক :
জাস্টিস এম. এ. মতিন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি;
নূরুল কবীর, সম্পাদক, নিউ এজ;
মনজুরুল আহসান বুলবুল, সাবেক সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন;
ইলিয়াস খান, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা

এছাড়াও ভার্চুয়ালী যুক্ত হবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।
*
১২ ডিসেম্বর ২০২২, সোমবার
সকাল ১১.০০টা (ঢাকা সময়)

*
ওয়েবিনার জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
Link – https://us06web.zoom.us/j/88568266623?pwd=NlBpbDJRb3I4YmVnOFYyRGtyU3ZqZz09
Meeting ID: 885 6826 6623
Passcode: 360646

Manual7 Ad Code

ওয়েবিনারটি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ-এর ফেসবুক পেজ থেকে লাইভ প্রচারিত হবে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code