সিলেট ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৪ আগস্ট ২০২৩ : বাংলাদেশ নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সভাপতি হাজেরা সুলতানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিউলি শিকদার এক যৌথ বিবৃতিতে খুলনা জেলা বটিয়াঘাটা নারী ফুটবলারদের ওপর আক্রমণের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। খুলনার বটিয়াঘাটা উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে হওয়া সংঘর্ষে কয়েকজন নারী খেলোয়াড়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় চারজনকে অভিযুক্ত করে মামলা হয়েছে, একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই পরিবারের লোকজন এখন ফোন করে তাকে হুমকি দিচ্ছে। সাদিয়া নাসরিন খুলনা বিভাগীয় অনুর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের একজন সদস্য। উক্ত নির্যাতনকারী পোশাক নিয়ে কটুক্তি করেছে। ওই রাতে লোহার রড দিয়ে আঘাত করার পর মঙ্গলী অচেতন হয়ে যায় এবং এরপর ওই তরুণীর বাড়ির লোকজন মঙ্গলীকে বাড়ির ভেতর নিয়ে বেঁধে রাখে বলে দাবি করেন সাদিয়া নাসরিন। যে দেশে ৫০% নারী রয়েছে সেই দেশে এ ধরনের ফৌজদারি নির্যাতন হতে থাকে তাহলে এদেশের নারী প্রগতি পেছনে চলে যাবে। তাই এই নির্যাতনকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D