শুরু হচ্ছে বঙ্গবন্ধুকে চিঠি লেখার প্রতিযোগিতা-২০২৩

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৩

শুরু হচ্ছে বঙ্গবন্ধুকে চিঠি লেখার প্রতিযোগিতা-২০২৩

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১১ আগস্ট ২০২৩ : হয়তো আপনার মনে থাকতে পারে জাতির পিতার প্রতি না বলা অনেক কথা, তাঁকে জানাতে চাইতে পারেন আপনার মনের কোনো অভিযোগ। হয়তো জানাতে ইচ্ছা হতে পারে কিছু না পাবার কথা, কিছু দুঃখ বা যন্ত্রণার কথা। কিংবা থাকতে পারে শুধু শ্রদ্ধা আর ভালোবাসা জানাবার ইচ্ছা। যাই বলার থাক না কেন প্রিয় বঙ্গবন্ধুর কাছে, মনের কথাগুলো সাজিয়ে লিখে ফেলুন আপনার চিঠি এবং পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।

Manual3 Ad Code

আয়োজক: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ
চিঠি জমা দেয়ার শেষ তারিখ: ১৫ আগস্ট, ২০২৩

Manual2 Ad Code

• জুনিয়র গ্রুপ: প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত
• সিনিয়র গ্রুপ: উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে উন্মুক্ত

নিয়মাবলি:
• প্রতিযোগিতাটি সকলের জন্য উন্মুক্ত।
• চিঠিটি বাংলা ভাষায় লিখতে হবে।
• চিঠির সর্বোচ্চ শব্দ সংখ্যা হবে ১৫০০।
• চিঠির সাথে নিজের পূর্ণ নাম, ঠিকানা, শিক্ষাপ্রতিষ্ঠান/কর্মক্ষেত্র, ফোন নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে।
• জুনিয়র গ্রুপ থেকে প্রথম পাঁচজন ও সিনিয়র গ্রুপ থেকে প্রথম পাঁচজন করে মোট ১০ জনের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
• নির্বাচিত চিঠিগুলো আমাদের বিভিন্ন প্রকাশনা, গণমাধ্যমসহ বিভিন্ন জায়গায় প্রকাশের ব্যাপারে সহযোগিতা করা হবে।

চিঠি পাঠানোর ঠিকানা:
• সরাসরি ducsbd@gmail.com এই ই-মেইল অ্যাড্রেসে মেইল করা যাবে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের ফেসবুক পেজের ইনবক্সে দেয়া যাবে।
• হার্ডকপি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের দপ্তর কক্ষে জমা দেয়া যাবে।
• এছাড়া কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে পারেন নিম্নের ঠিকানায়:
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ (DUCS), টিএসসি (নিচতলা), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০

Manual2 Ad Code

যেকোনো প্রয়োজনে:
+৮৮০১৫২১২২৩৭১০ (জয়ন্ত ভৌমিক, সভাপতি)
+৮৮০১৮৬২৪১৫৬৪৪ (অনিক ধর, সাধারণ সম্পাদক)
+৮৮০১৭৭৯৮৫৩১৪২ (নাহিদ হাসান সানি, দপ্তর সম্পাদক)
+৮৮০১৬৭৯৬০০০৫১ (আলিফুল ইসলাম নিষাদ, প্রকাশনা সম্পাদক)

ইভেন্ট: https://m.facebook.com/events/1032368078131918?mibextid=Nif5oz

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ