প্রিন্সেস অব ওয়েলস প্রথম প্রকাশ্যে আসছেন

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৪

প্রিন্সেস অব ওয়েলস প্রথম প্রকাশ্যে আসছেন

Manual4 Ad Code

নাজমা শবাব এল সৈয়দ | লন্ডন (যুক্তরাজ্য), ১৫ জুন ২০২৪ : ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস ক্যাথেরিন ক্যান্সার শনাক্তের পর শনিবার প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন।

তিনি মধ্য লন্ডনে ট্রুপিং দ্য কালার মিলিটারি প্যারেডে অংশ নিচ্ছেন।

গত বছরের ডিসেম্বরের পর কেট (৪২) আর জনসম্মুখে আসেননি। ২০২৪ সালে এটিই হতে যাচ্ছে তার প্রথম প্রকাশ্যে আসা।

Manual7 Ad Code

মার্চে ক্যান্সার শনাক্তের পর থেকে তার স্বাস্থ্য নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়।

শুক্রবার সন্ধ্যায় তিনি সামাজাকি যোগাযোগ মাধ্যমে শরীরের অগ্রগতির কথা জানান।

কেটের শ্বশুর ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যান্সার শনাক্তের কয়েক সপ্তাহ পর তারও একইরোগে আক্রান্তের খবর আসে। তবে তাদের কি ধরনের ক্যান্সার হয়েছিল তা প্রকাশ করা হয়নি।

Manual8 Ad Code

এপ্রিলে ব্রিটেনের রাষ্ট্র প্রধান চার্লস তার জনদায়িত্ব শুরু করবেন বলে আভাস দেয়া হয়। এরপর তিনি একাধিক কাজে যোগ দেন।

Manual7 Ad Code

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেট আরো লেখেন, আমি সপ্তাহান্তে পরিবারের সাথে রাজার জন্মদিনের প্যারেডে যোগ দেয়ার জন্যে উন্মুখ হয়ে আছি। এছাড়া গ্রীস্মজুড়ে আরো কিছু জনদায়িত্ব পালনের আশা করছি।

Manual6 Ad Code

উল্লেখ্য, ব্রিটেনের রাজার আনুষ্ঠানিক জন্মদিন উপলক্ষে প্রতিবছর জুনে ট্রুপিং দ্য কালার প্যারেডটি অনুষ্ঠিত হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code