দেশের নিরাপত্তা বিধানে সশস্ত্র বাহিনী প্রস্তুত: হানিফ

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৪

দেশের নিরাপত্তা বিধানে সশস্ত্র বাহিনী প্রস্তুত: হানিফ

নিজস্ব প্রতিবেদক | কুষ্টিয়া, ১৬ জুন ২০২৪ : দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ রোববার (১৬ জুন ২০২৪) দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, স্বাধীন সার্বভৌম দেশের কোন জাহাজ তার সীমানার মধ্যে থাকলে আমাদের বলার কি আছে? তবে, আমাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি মনে হলে তার সমুচিত জবাব দেয়ার জন্য আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে।