শ্রীমঙ্গলে সরকারের ‘হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষণ নিয়ে ল্যাপটপ পেলেন ২৫ তরুণী

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৪

শ্রীমঙ্গলে সরকারের ‘হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষণ নিয়ে ল্যাপটপ পেলেন ২৫ তরুণী

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৬ জুলাই ২০২৪ : শ্রীমঙ্গলে হার পাওয়ার প্রকল্পের ই-কমার্স প্রফেশনাল কোর্সের নারীদের প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

তথ্য প্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে শ্রীমঙ্গলে ২৫ নারীকে ৬মাস প্রশিক্ষণের পাশাপাশি একটি করে ল্যাপটপ প্রদান করা হয়।

Manual2 Ad Code

শনিবার (৬ জুলাই ২০২৪) সকাল ১১টায় শ্রীমঙ্গলে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব খালেদা নাসরিন এসব ল্যাপটপ বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মো. নাজমুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, হার পাওয়ার প্রকল্পের সহকারী প্রোগ্রামার শাকিল আহমেদ, ওয়াহিদ উজ্জজামান।

Manual8 Ad Code

এ প্রকল্পে জেভি অফ টিকন সিস্টেম লিমিটেড সহযোগিতা প্রদান করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual7 Ad Code