সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৪
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৬ জুলাই ২০২৪ : শ্রীমঙ্গলে হার পাওয়ার প্রকল্পের ই-কমার্স প্রফেশনাল কোর্সের নারীদের প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
তথ্য প্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে শ্রীমঙ্গলে ২৫ নারীকে ৬মাস প্রশিক্ষণের পাশাপাশি একটি করে ল্যাপটপ প্রদান করা হয়।
শনিবার (৬ জুলাই ২০২৪) সকাল ১১টায় শ্রীমঙ্গলে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব খালেদা নাসরিন এসব ল্যাপটপ বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মো. নাজমুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, হার পাওয়ার প্রকল্পের সহকারী প্রোগ্রামার শাকিল আহমেদ, ওয়াহিদ উজ্জজামান।
এ প্রকল্পে জেভি অফ টিকন সিস্টেম লিমিটেড সহযোগিতা প্রদান করে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D