সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৪
বিশেষ প্রতিনিধি | সিলেট, ০৯ জুলাই ২০২৪ : তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন।
সমাজসেবা ও নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বিশেষ অবদানের জন্য তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করেছে ওয়াশিংটন ইউনিভার্সিটি।
গত শনিবার (৬ জুলাই ২০২৪) ভারতের দিল্লীর একটি পাঁচ তারকা হোটেল ক্রাউন প্লাজায় ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব গ্লোবাল ইউনিভার্সিটি আয়োজিত অনুষ্ঠানে হিমাংশু মিত্রের হাতে এ ডিগ্রি ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার ৭২ জনকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। এরমধ্যে বাংলাদেশ থেকে ২ জনকে সম্মানসূচক এই ডিগ্রি দেওয়া হয়।
এদিকে এ সম্মাননা গ্রহণ করার পর সিলেটসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হিমাংশু মিত্র। তিনি সমাজের পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সকলের সহযোগিতায় আরো কাজ করতে চান।
তিনি বলেন, এই সম্মাননা শুধু আমার নয়, এই সম্মাননা গোটা বাংলাদেশের।
উল্লেখ্য, সমাজসেবা, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা ও নেতৃত্বের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কর্ম-পরিবেশের সুরক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপে সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় এর আগেও জাতীয় এবং আন্তর্জাতিকভাবে দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে হিমাংশু মিত্র সম্মানীত হয়েছেন।
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা
সমাজসেবা ও নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বিশেষ অবদানের জন্য তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ করায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, ‘নারীর আর্থসামাজিক উন্নয়ন কর্মসূচি, ক্ষমতায়ন, উদ্যোক্তা ও নেতৃত্বের উন্নয়ন, নিরন্তর কর্মসংস্থান সৃষ্টি এবং কর্ম-পরিবেশের সুরক্ষায় তার নেতৃত্বে গৃহীত বিভিন্ন পদক্ষেপে উন্নয়নের অভীপ্সা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছি।’
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D